বাংলা

প্রামাণ্যচিত্রের পরিচালক তাকেউচি রিও-China Radio International

criPublished: 2021-01-21 10:19:58
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

দ্বিতীয় অধ্যায়ের শিরোনাম হলো ‘জাতীয় লাইভ প্রচার’। এতে অনলাইনে লাইভ প্রচারের মাধ্যমে পণ্য বিক্রির প্রবণতা তুলে ধরা হয়েছে। এই অধ্যায়ে তাকেউচি রিও চেচিয়াং প্রদেশের ইউ জেলায় তার পরিদর্শনের চিত্র তুলে ধরেন। ‘জাতীয় লাইভ প্রচারের’ জাঁকজমকপূর্ণ দৃশ্য দেখে তিনি অবাক হয়ে যান।

‘নভেল করোনাভাইরাস দূরীকরণ’ নামের তৃতীয় অধ্যায়ে তাকেউচি রিও বিভিন্ন সংস্থার কাজের ওপর আলোকপাত করেন। তিনি এতে দেখান যে, মহামারী প্রতিরোধে চীনের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান যথাসাধ্য প্রচেষ্টা চালিয়েছে।

‘জিরো ইনফেকশনের উহান শহর’ নামের চতুর্থ অধ্যায়ে তাকেউচি রিও আবার উহান শহরে ফিরে যান। লেনোভো কোম্পানির উহান শাখা কোম্পানির মহামারী প্রতিরোধের পদক্ষেপ বিস্তারিতভাবে দর্শকদের সামনে হাজির করেন তিনি। মহামারী প্রতিরোধের ক্ষেত্রে শিল্পপ্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হয় এ অধ্যায়ে।

‘China’s Post-Pandemic Era: Winning Against All Odds’ নামের তাকেউচি রিও’র এ প্রামাণ্যচিত্র ৩ জানুয়ারি জাপানের সবচেয়ে বেশি প্রভাবশালী ইয়াহু ওয়েবসাইটের মূলপাতায় পোস্ট করা হয়। পোস্টটি জাপানি নেট-ব্যবহারকারীদের মাছে তুমুল সাড়া ফেলে দেয়। কেউ কেউ মহামারী প্রতিরোধে চীনের প্রচেষ্টার স্বীকৃতি দেন, কেউ কেউ চীনের সৃজনশীলতা ও উন্নয়নের প্রশংসা করেন, আবার কেউ কেউ প্রামাণ্যচিত্রের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এ ব্যাপারে গণমাধ্যমগুলোকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেন, তার প্রামাণ্যচিত্র্যের মূল্যায়ন ইতিবাচক বা নেতিবাচক যা-ই হোক না কেন, তিনি অব্যাহতভাবে এ কাজ করে যাবেন। তিনি বলেন, যদি কেউ সত্যটা তুলে না-ধরে, তবে চিরকাল একটা মিথ্যা সত্য হিসেবে অনেকে কাছে রয়ে যাবে।

এমন চিন্তাধারা থেকেই তাকেউচি রিও বস্তুনিষ্ঠভাবে নিজের চোখে দেখা সবকিছু রেকর্ড করেছেন। তিনি মনে করেন, প্রামান্যচিত্র করার ক্ষেত্রে পক্ষপাতমুক্ত থাকা একজন পরিচালকের সবচেয়ে মূল্যবান বৈশিষ্ট্য।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn