বাংলা

ক্রীড়াবিষয়ক চলচ্চিত্র ‘Tough Out’-China Radio International

criPublished: 2021-01-06 12:34:21
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

পরিচালক সুই হুই চিং মনে করেন, ক্রীড়াকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্র ও টিভি নাটকের বাস্তবতা তুলে ধরা হলো খুব ভালো একটি পদ্ধতি। কারণ ক্রীড়া বিষয়ক নানা থিম জনগণের কাছে খুবই সমাদৃত হয় এবং তা সবার মধ্যে একই আবেদন সৃষ্টি করতে পারে। অন্য দৃষ্টিকোণ থেকে বলা যায়, খেলার অন্যতম উদ্দেশ্য হলো প্রতিযোগিতা। তাই চলচ্চিত্রের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে আমরা বিভিন্ন চরিত্রের বড় হওয়া বা পরিপক্ব হওয়ার প্রক্রিয়া দেখা যায়।

পরিচালক সুই হুই চিং বলেন, ক্রীড়া-বিষয়ক নানা থিম নিয়ে চলচ্চিত্র নির্মাণ করার সময় আমাদের উদ্দেশ্য হলো- ক্রীড়ার মাধ্যমে মানুষের ওপর দৃষ্টি দেওয়া। হয়তো এ চলচ্চিত্র দেখার আগে বেসবল সম্পর্কে আপনাদের কোনো জ্ঞান ছিলো না এবং চলচ্চিত্র দেখার পর সে অবস্থা খুব একটা পরিবর্তন হয় না। তবে চলচ্চিত্রের প্রধান চরিত্রগুলোর অভ্যন্তরীণ সংবেদনশীলতা বোঝা যায়। সুই হুই চিং মনে করেন, ক্রীড়াবিষয়ক চলচ্চিত্রগুলোতে ক্রীড়া বিষয়টি বহনকারী মাত্র, এর সারমর্ম হলো মানুষের অবস্থা তুলে ধরা।

পরিচালক সুই হুই চিং বলেন, ভবিষ্যতে ক্রীড়াসংক্রান্ত নানা থিম নিয়ে কাজ করতে চান তিনি। ক্রীড়াসংক্রান্ত চলচ্চিত্র তৈরি করার জন্য আরো পরিপক্ব দল ও আরো বেশি পুঁজি দরকার। আসলে খেলাধুলা সংক্রান্ত উত্তেজনাপূর্ণ চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে বিশেষ গুরুত্বের কথা জোর দিয়ে বলেন তিনি।

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn