বাংলা

বিদায়ী বছর চীনসহ বৈশ্বিক চলচ্চিত্রাঙ্গন-China Radio International

criPublished: 2020-12-30 15:21:39
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

২০২০ সালের ২০ জুলাই মাসে সিনেমা হল একে একে খুলে দেওয়ার পর থেকে বক্সঅফিসে চলচ্চিত্রের অবস্থা তেমন সন্তোষজনক ছিল না। গোটা চলচ্চিত্র বাজার উদ্ধার করতে অনেক আকর্ষণীয় একটি চলচ্চিত্রের খুব প্রয়োজন। ২১ অগাস্ট ‘The Eight Hundred’ নামে চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। যুদ্ধের মহান দৃশ্য-বিন্যাস এবং দীর্ঘ সময় ধরে দর্শকদের চেপে রাখা চলচ্চিত্র উপভোগের দাবি পূরণ করে ‘The Eight Hundred’ চলচ্চিত্র।

বক্সঅফিসে ৩১১ কোটি ইউয়ানেরও বেশি আয়ের কারণে ‘The Eight Hundred’ চলচ্চিত্রটি মুল-ভূভাগে বার্ষিক শীর্ষস্থান অধিকারের পাশাপাশি, সারা বছরে বৈশ্বিক বক্সঅফিসে বার্ষিক চ্যাম্পিয়নও হয়ে ওঠে।

দু’মাস পর কুয়েন হু’র পরিচালিত আরেকটি যুদ্ধসংক্রান্ত চলচ্চিত্র ‘The Sacrifice’ প্রদর্শিত হয়। এই চলচ্চিত্রটি বক্সঅফিসে পারফর্মেন্স ও দর্শকপ্রিয়তা ‘The Eight Hundred’ মতো ভালো নয়, তবে এটিও ১১০ কোটি ইউয়ান আয় করে। ফলে চলতি বছর কুয়েন হু চীনের ডোমেস্টিক চলচ্চিত্রাঙ্গনের সবচে জনপ্রিয় পরিচালক হয়ে ওঠেন।

এবার আমরা ‘চাং ই মৌ’ নামে আরেকজনের সঙ্গে শ্রোতাদের পরিচয় করিয়ে দিচ্ছি। বলা যায়, তিনিই চীনের চলচ্চিত্রাঙ্গনের মাস্টার। ২০১৯ সালে ৬৯তম বার্লিন চলচ্চিত্র উত্সবের প্রধান প্রতিদ্বন্দ্বিতাকারী ইউনিটে অন্তর্ভুক্ত হয় তার তৈরি চলচ্চিত্র ‘One Second’। তবে, অবশেষে প্রযুক্তিগত সমস্যার কারণে সেই ইউনিট থেকে চলচ্চিত্রটি সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করেন তিনি।

দু’বছর পর প্রযুক্তিগত সমস্যার সমাধান হলে এ চলচ্চিত্রটি ২০২০ সালের ২৭ নভেম্বর প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিচালকের বর্তমান বয়স ৭০ বছরেরও বেশি। তারপরও চাং ই মৌ নিজের রচনার গতি বন্ধ করেন নি। আশা করা যায়, নতুন বছর তার কাছ থেকে আমরা আরো অনেক উন্নতমানের চলচ্চিত্র উপহার পাবো।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn