বাংলা

বিদায়ী বছর চীনসহ বৈশ্বিক চলচ্চিত্রাঙ্গন-China Radio International

criPublished: 2020-12-30 15:21:39
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আজ হচ্ছে ২০২০ সালের শেষ দিন। এই বছরে আমাদের বৈচিত্র্যময় অভিজ্ঞতা হয়েছে। নভেল করোনাভাইরাস মহামারীর কারণে অর্থনীতি, পর্যটন ও চলচ্চিত্রাঙ্গনসহ সমাজের বিভিন্ন ক্ষেত্র নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী নতুন বছরের দিকে তাকিয়ে সবার জিজ্ঞাসা- ভবিষ্যত কেমন হবে? প্রিয় বন্ধুরা, আমাদের আজকের এই বিশেষ দিনের অনুষ্ঠানে আমরা ২০২০ সালে চীনের চলচ্চিত্রাঙ্গনের দিকে ফিরে তাকাবো।

২০২০ সালের বসন্ত উত্সবের ছুটি চলাকালে বেশ কয়েকটি চলচ্চিত্র প্রদর্শনের কথা ছিলো। দর্শকেরা এসব চলচ্চিত্র দেখার অপেক্ষায় ছিলেন। তবে, হঠাত্ করে মহামারী শুরু হলে আমাদের জীবনে নানা পরিবর্তন শুরু হয়। ২০২০ সালের শুরুতে সিনেমা হল বন্ধ হয়। বছরের মাঝামাঝি সময়ে তা পুনরায় খুলে দেওয়া হয়। ২০২০ সালের শেষ দিকে ধাপে ধাপে সবকিছু প্রায় স্বাভাবিক হয়ে আসে। চীনের চলচ্চিত্র এবং চীনা চলচ্চিত্র মহলের ব্যক্তিদের জন্য ২০২০ সাল নিঃসন্দেহে সবচে কষ্টকর বর্ষ।

পরিকল্পনা অনুযায়ী ২০২০ সালের বসন্ত উত্সব চলাকালে বেশ কয়েকটি আকর্ষণীয় চলচ্চিত্র প্রদর্শনের কথা ছিলো। তবে মহামারীর কারণে অধিকাংশই মুক্তি পায় নি। সেগুলোর মধ্যে ‘লস্ট অন জার্নি’ নামের চলচ্চিত্র পরিচালক সুই চেং এ চলচ্চিত্রটি ৬৩ কোটি ইউয়ানের বিনিময়ে একটি ভিডিও ওয়েবসাইটের কাছে বিক্রি করার ঘোষণা করেন। তারপর দর্শকেরা বিনামূল্যে সেই ভিডিও ওয়েবসাইটে তার নতুন চলচ্চিত্রটি উপভোগ করেছে। তার এ কাজটি চলচ্চিত্রাঙ্গনে ব্যাপক সাড়া ফেলে। ছোট-বড় সিনেমা হলগুলো পৃথক পৃথকভাবে তার বিরুদ্ধে অভিযোগ করলেও সুই চেংয়ের এই নতুন চলচ্চিত্র বিনামূল্যে ইন্টারনেটে প্রদর্শিত হয়েছে।

তারপর আমরা ‘কুয়েন হু’ নামে আরেকজন পরিচালকের কথা বলতে চাই। ২০১৯ সালের শাংহাই চলচ্চিত্র উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শিত হওয়ার কথা ছিলো ‘The Eight Hundred’ নামে কুয়েন হু’র পরিচালিত চলচ্চিত্রটি। তবে প্রযুক্তিগত সমস্যার কারণে হঠাত্ করেই সেটি প্রদর্শন না করার সিদ্ধান্ত নেওয়া হয়। তাহলে কবে তা মুক্তি পাবে? এই প্রশ্নের কোনো উত্তর দেন নি পরিচালক কুয়েন হু।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn