বাংলা

মৌলিক থিম-ভিত্তিক চলচ্চিত্রের জনপ্রিয়তার কারণ বিশ্লেষণ-China Radio International

criPublished: 2020-12-10 10:51:48
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চলচ্চিত্র পরিচালক লিউ সিয়াও মনে করেন, আগের তুলনায় সাম্প্রতিক বছরগুলোতে প্রদর্শিত মৌলিক থিম-ভিত্তিক চলচ্চিত্র কাহিনীর কাঠামো ও গল্প বলার পদ্ধতি পরিপক্ব হয়েছে। তা বাণিজ্যিক চলচ্চিত্রের মতো বৈশিষ্ট্য অর্জন করেছে।

‘Operation Mekong’ নামের চলচ্চিত্রকে উদাহরণ হিসেবে বলা যেতে পারে। গোটা চলচ্চিত্রে ‘উদ্ধার লাইনকে’ কেন্দ্র করে একটি কাহিনী বর্ণনা করা হয়েছে। চলচ্চিত্রের প্রতিটি চরিত্র এই ‘উদ্ধার লাইন’ রক্ষার জন্য কাজ করে। চলচ্চিত্রের ছন্দোবদ্ধ যুক্তি ও কাহিনী বেশ আকর্ষণীয়। এটি হলো মৌলিক থিম-ভিত্তিক চলচ্চিত্রের সফলতার প্রধান কারণ।

সাম্প্রতিক বছরগুলোতে অনেক মৌলিক থিম-ভিত্তিক চলচ্চিত্রের ঘটনার প্রধান চরিত্র নায়ক থেকে সাধারণ মানুষে পরিবর্তন হয়েছে। ‘The Eight Hundred’ নামের চলচ্চিত্রে এক একজন সাধারণ মানুষ গল্পের প্রধান চরিত্রে পরিণত হয়। ‘My People,My Country’ নামে চলচ্চিত্র যুগের উন্নয়ন এবং দেশের বিশাল পরিবর্তন সাধারণ মানুষের আনন্দ ও দুঃখে প্রতিফলিত হয়েছে। চলচ্চিত্র অনেক আকর্ষণীয় হয়ে উঠেছে।

পরিচালক লিউ সিয়াও বলেন, যে কোনো চলচ্চিত্রকে দর্শকের দৃষ্টি আকর্ষণ করতে চাইলে সবার মনে একই আবেদন সৃষ্টি করতে হবে। চরিত্রটি একটি রক্ত-মাংসের মানুষ হতে হবে। ভালোবাসা আছে, ঘৃণা আছে ও ভয়ও আছে। আগে মৌলিক থিম-ভিত্তিক চলচ্চিত্রে নায়কের চরিত্র ক্রটিমুক্ত ছিলো। ফলে নায়ককে অবিশ্বাস্য মনে হতো।

সাম্প্রতিক বছরগুলোতে প্রদর্শিত চলচ্চিত্রে প্রধান চরিত্র আরো প্রাণবন্ত হয়ে উঠেছে। ফলে দর্শক চিন্তার সঙ্গে চরিত্রের ব্যবধান কমেছে ও তা মানুষের খুব কাছাকাছি হয়েছে।

তা ছাড়া, সাম্প্রতিক বছরগুলোতে মৌলিক থিম-ভিত্তিক চলচ্চিত্রগুলো শুধুমাত্র বিপ্লবী ইতিহাসেই সীমাবদ্ধ নয়, তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষও চলচ্চিত্রের প্রধান চরিত্রে পরিণত হয়েছেন।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn