বাংলা

মৌলিক থিম-ভিত্তিক চলচ্চিত্রের জনপ্রিয়তার কারণ বিশ্লেষণ-China Radio International

criPublished: 2020-12-10 10:51:48
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চার দিনব্যাপী ৩৩তম গোল্ডেন রুস্টার চলচ্চিত্র উত্সব ২৮ নভেম্বর রাতে চীনের বিখ্যাত সিয়ামেন শহরে শেষ হয়েছে। ‘My People,My Country’ এবং ‘তুওকুয়ান’ নাম বেশ কয়েকটি মৌলিক থিম-ভিত্তিক চলচ্চিত্র এবারের গোল্ডেন রুস্টার চলচ্চিত্র উত্সবে বেশ কয়েকটি পুরস্কার জয় করে। চীনের চলচ্চিত্র বাজারের উন্নয়নের সঙ্গে সঙ্গে মৌলিক থিম-ভিত্তিক চলচ্চিত্রগুলো আলোচিত বিষয় হয়ে উঠেছে।

মৌলিক থিম-ভিত্তিক চলচ্চিত্রগুলো চীনে কেমন জনপ্রিয় হয়েছে? বক্সঅফিসের পরিসংখ্যান থেকেই তা বোঝা যায়। ২০১৭ সালে ‘Wolf Warriors-২’ নামের চলচ্চিত্রটি ৫৬৮ কোটি ইউয়ান আয় করে। বক্সঅফিসে ডোমেস্টিক চলচ্চিত্রের বাজারে এটি সর্বোচ্চ আয় করেছে। ২০১৯ সালে জাতীয় দিবসের ছুটির সময় ‘My People,My Country’, ‘The Captain’ ও ‘The Climbers’- এ তিনটি মৌলিক থিম-ভিত্তিক বাণিজ্যিক চলচ্চিত্র একই সময় প্রদর্শিত হয়েছিল এবং বক্সঅফিসে আয় ও দর্শক আকর্ষণের ক্ষেত্রে নতুন রেকর্ডও সৃষ্টি করেছিল।

এ বছর নভেল করোনাভাইরাস মহামারীর কারণে চলচ্চিত্র শিল্প মন্দায় পড়ে। এ অবস্থায় মৌলিক থিম-ভিত্তিক চলচ্চিত্র গোটা চলচ্চিত্র বাজার উদ্ধার করতে সক্ষম হয়। ‘My People My Homeland’ এবং ‘The Eight Hundred’ এ দুটি চলচ্চিত্র প্রায় ৬০০ কোটি ইউয়ান আয় করে। যা ২০২০ সালে চীনের চলচ্চিত্র বাজারে আলোড়ন তোলে।

‘চীনা চলচ্চিত্র পত্রিকার’ প্রধান ও ‘আধুনিক চলচ্চিত্র’ পত্রিকার প্রধান হুয়াং পুই ছুয়েন বলেন, তিনি এসব মৌলিক থিম-ভিত্তিক চলচ্চিত্রকে মূলধারার নতুন ফিল্ম হিসেবে আখ্যায়িত করতে পছন্দ করেন। কারণ, সেসব চলচ্চিত্রের প্রধান বিষয় মূল্যবোধের পাশাপাশি এতে দর্শক ও বাজারের স্বীকৃতিসহ আধুনিক সাংস্কৃতিক বিষয়ও অন্তর্ভুক্ত হয়েছে।

সাধারণত বাণিজ্যিক চলচ্চিত্রগুলো বাজার দখল করে রাখে। এ প্রেক্ষাপটে মৌলিক থিম-ভিত্তিক চলচ্চিত্রগুলো কীভাবে বক্সঅফিস ভালো ফল অর্জন করে এবং দর্শকের প্রশংসা পায়?

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn