বাংলা

পেরুতে সি চিন পিংয়ের সফর প্রসঙ্গ

CMGPublished: 2024-11-15 15:01:44
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ১৫: স্থানীয় সময় ১৪ নভেম্বর দুপুরে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, বিশেষ বিমানযোগে পেরুর রাজধানী লিমায় পোঁছান। পেরুর প্রেসিডেন্টের আমন্ত্রণে তিনি এপেকের ৩১তম শীর্ষনেতৃবৃন্দের অনানুষ্ঠানিক বৈঠকে অংশ নিতে সেদেশে গেলেন।

স্থানীয় সময় ১৪ নভেম্বর দুপুর ২টা ১৩ মিনিটে, প্রেসিডেন্ট সি চিন পিংকে বহনকারী বিশেষ বিমানটি, লিমা বিমানবাহিনী ঘাঁটিতে পৌঁছায়। বিশেষ বিমানটি পৌঁছালে, পেরুর মন্ত্রীপরিষদের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা গ্যাংওয়ের কাছে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় জাতীয় পোশাকে পেরুর মেয়ে শিক্ষার্থীরা ফুল দিয়ে তাকে উষ্ণভাবে স্বাগত জানায়।

পেরু ছিল নয়াচীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী প্রথম ল্যাটিন আমেরিকান রাষ্ট্র। বিগত ৫৩ বছরে, চীন-পেরু সম্পর্ক স্থিরভাবে সামনে এগিয়েছে, বিশেষ করে ২০১৩ সালে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার পর থেকে, দ্বিপাক্ষিক সম্পর্ক গভীরতর হয়েছে ও হচ্ছে। পেরু হল প্রথম ল্যাটিন আমেরিকান দেশ, যে চীনের সাথে মুক্ত বাণিজ্যচুক্তির প্যাকেজ স্বাক্ষর করেছে। পেরু ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে যোগদানকারী প্রথম ল্যাটিন আমেরিকান দেশগুলোর অন্যতমও বটে। চীন টানা ১০ বছর ধরে পেরুর বৃহত্তম ব্যবসায়িক অংশীদার এবং বৃহত্তম রপ্তানি বাজার।

পেরু পৌঁছে প্রেসিডেন্ট সি চিন পিং বিমানবন্দরে একটি লিখিত ভাষণ দেন। তিনি তার ভাষণে, পেরুর সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি উল্লেখ করেন, চীন-পেরু সম্পর্কের উন্নয়ন দু’দেশের জনগণের জন্য বাস্তব সুবিধা বয়ে এনেছে। দু’পক্ষের যৌথ প্রচেষ্টায়, এবারের সফর চীন-পেরু সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে একটি নতুন স্তরে নিয়ে যাবে। আরও নতুন ফলাফল অর্জনের জন্য বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের মধ্যে ব্যবহারিক সহযোগিতাকে আরও উন্নত করা হবে। এপেকের ৩১তম শীর্ষনেতৃবৃন্দের অনানুষ্ঠানিক বৈঠকে অংশ নেওয়ার জন্য তিনি সাগ্রহে অপেক্ষা করছেন বলেও জানান সি চিন পিং।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn