সি চিন পিংয়ের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাক্ষাত্
সি চিন পিং জোর দিয়ে বলেন, উভয় পক্ষের উচিত একটি উচ্চ-স্তরের কৌশলগত অংশীদারি সম্পর্ক গড়ে তোলা, উচ্চ-স্তরের ঘনিষ্ঠ বিনিময় বজায় রাখা, রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতা বিনিময় জোরদার করা, পারস্পরিক রাজনৈতিক বিশ্বাস বৃদ্ধি করা এবং একে-অপরের মূল স্বার্থ ও প্রধান উদ্বেগের বিষয়ে দৃঢ়ভাবে সমর্থন করা। উভয় পক্ষের উচিত উন্নয়ন কৌশল জোরদার করা এবং সার্বিক পারস্পরিক কল্যাণকর সহযোগিতা আরও গভীর করা। মালয়েশিয়াকে চীনে আরও উচ্চ-মানের মালয়েশিয়ান বিশেষ পণ্য প্রচার করতে চীন আন্তর্জাতিক আমদানি মেলার প্ল্যাটফর্ম ভালোভাবে ব্যবহারে স্বাগত জানায়।
জনাব সি চিন পিং উল্লেখ করেছেন যে, বিশ্ব আজ অশান্তি ও পরিবর্তনের একটি নতুন যুগে প্রবেশ করেছে। এশিয়ার উন্নয়নশীল দেশ এবং উদীয়মান অর্থনীতির গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসেবে চীন ও মালয়েশিয়ার উচিত আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করা, একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করা, যৌথভাবে সংরক্ষণবাদের বিরোধিতা করা, আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচার এবং উন্নয়নশীল দেশগুলোর সাধারণ স্বার্থ রক্ষা করা। চীন আগামী বছর আসিয়ানের পালাক্রমিক সভাপতি রাষ্ট্র হিসেবে মালয়েশিয়ার ভূমিকাকে সমর্থন করে, আসিয়ানের কেন্দ্রীয় অবস্থান এবং কৌশলগত স্বাধীনতাকে সমর্থন করে এবং আঞ্চলিক উন্নয়ন সহযোগিতার মূলধারা বজায় রাখে।
সাক্ষাতে জনাব আনোয়ার বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার মতো গুরুত্বপূর্ণ ধারণার প্রস্তাব করেছেন এবং 'ব্রিকস+' সহযোগিতার নেতৃত্ব ও প্রচারের বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ দিয়েছেন, যা মানবসভ্যতার অগ্রগতির জন্য তাঁর গভীর অনুভূতি এবং বুদ্ধিবৃত্তিক দায়িত্ব প্রতিফলিত করে। পাশাপাশি, ‘গ্লোবাল সাউথের’ সাধারণ স্বার্থের প্রতিনিধিত্ব করে।
তিনি বলেন, মালয়েশিয়া প্রেসিডেন্ট সি চিন পিংয়ের দৃষ্টিভঙ্গি ও উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা ও সমর্থন প্রকাশ করে। মালয়েশিয়া সরকার চীনের সঙ্গে তার ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করা এবং তথ্য প্রযুক্তি, ডিজিটাল অর্থনীতি, জ্বালানি ও অন্যান্য খাতে সহযোগিতা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।
মালয়েশিয়া ও চীন বৃহত্তর আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে একই ধারণা এবং একই অবস্থান ভাগাভাগি করে। আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধি রক্ষায় বহুপাক্ষিক সহযোগিতায় চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় দেশটি।