সি চিন পিংয়ের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাক্ষাত্
নভেম্বর ৮: গতকাল (বৃহস্পতিবার) বিকেলে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বেইজিংয়ে গণ-মহাভবন সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাক্ষাত্ করেছেন। সাক্ষাত্কালে জনাব সি বলেছেন, চীন ও মালয়েশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী, অর্থাত্ চীন-মালয়েশিয়া মৈত্রী বর্ষ উদযাপনের সুযোগ উভয় পক্ষেরই গ্রহণ করা উচিত। যাতে চীন-মালয়েশিয়া অভিন্ন কল্যাণের সমাজ গঠনে হাত মেলানো যায়। বিস্তারিত শুনবেন আজকের সংবাদ পর্যালোচনায়।
সাক্ষাত্কালে প্রেসিডেন্ট সি উল্লেখ করেন, “চীন ও মালয়েশিয়া শুধু সমুদ্র জুড়ে ভালো প্রতিবেশীই নয়, একই সাথে ভালো বন্ধু এবং ভালো অংশীদার উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করছে। গত বছরের মার্চে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আপনার প্রথম চীন সফরের সময় আমরা চীন-মালয়েশিয়া অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছি। এক বছরেরও বেশি সময় ধরে, উভয় পক্ষ সব স্তরে ঘনিষ্ঠ আদান-প্রদান এবং মিথস্ক্রিয়া বজায় রেখেছে, বিভিন্ন ক্ষেত্রে উচ্চ-মানের পারস্পরিক উপকারী সহযোগিতার প্রচার করেছে এবং দুই দেশের জনগণের জন্য বাস্তব সুবিধা এনেছে।”
সি বলেন, চীন ও মালয়েশিয়া উভয়ই নিজের দেশের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সময়ে দাঁড়িয়ে আছে, দু’দেশের উচিত চীন-মালয়েশিয়া কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী অর্থাত্ চীন-মালয়েশিয়া বন্ধুত্বপূর্ণ বছরের’ সুযোগে নিজ দেশের উন্নয়নের লক্ষ্যগুলি বাস্তবায়নে সহায়তা করা।
তিনি বলেন, “বর্তমানে, চীন-মালয়েশিয়া সম্পর্ক একটি নতুন ঐতিহাসিক শুরুতে পৌঁছেছে। চীন-মালয়েশিয়া অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার জন্য, দুই দেশ ও অঞ্চলের সমৃদ্ধি ও স্থিতিশীলতায় নতুন এবং বৃহত্তর অবদান রাখতে মালয়েশিয়ার সঙ্গে কাজ করতে ইচ্ছুক চীন। যৌথভাবে দু’দেশের সম্পর্কের আরও গৌরবময় আগামী ৫০ বছর তৈরি করা হবে।”