হুবেই প্রদেশ পরিদর্শন করেছেন সাধারণ সম্পাদক সি চিন পিং
নভেম্বর ৬: সোনালি শরতের মৌসুমে চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসি’র সাধারণ সম্পাদক সি চিন পিং হুবেই প্রদেশ পরিদর্শন করেন এবং দুটি সুন্দর জেলা ঘুরে দেখেন। একটি হল ইয়াংজি নদীর উত্তরে অবস্থিত সিয়াওগান শহরের ইউনমেং জেলা এবং ইয়াংজি নদীর দক্ষিণে অবস্থিত সিয়ান নিং শহরের চিয়াইয়ু জেলা। সাধারণ সম্পাদক কেন বিশেষভাবে এই দুটি জায়গায় এসেছেন এবং তিনি কী বিষয়ে নজর দিয়েছেন?
গত সোমবার বিকেলে প্রেসিডেন্ট সি চিন পিং হুবেই প্রদেশে পরিদর্শন করেন। তাঁর প্রথম গন্তব্য ছিল সিয়াওগান শহরের ইউনমেং জেলার যাদুঘর। হুবেই প্রদেশের কেন্দ্রে অবস্থিত ইউনমেং জেলার ইতিহাস ১হাজার ৪’শ বছরেরও বেশি সময়ের!
ইউনমেং একটি ছোট ভৌগলিক জেলা এবং একটি বড় সাংস্কৃতিক অবশেষ জেলা। স্থানীয় সরকারের সাথে যৌথভাবে নির্মাণ করা হয়েছে হুবেই প্রাদেশিক জাদুঘরের প্রথম শাখা- ইউনমেং জেলা যাদুঘর। গত অগাস্ট মাসে, এটি জাতীয় দ্বিতীয় স্তরের জাদুঘর হিসেবে স্বীকৃতি পায়। যাদুঘরের সংগ্রহে ৫ হাজারেরও বেশি সাংস্কৃতিক ধ্বংসাবশেষ রয়েছে; যার মধ্যে ৪৯ পিস (সেট) জাতীয় প্রথম-শ্রেণীর সাংস্কৃতিক নিদর্শন রয়েছে।