বাংলা

হুবেই প্রদেশ পরিদর্শন করেছেন সাধারণ সম্পাদক সি চিন পিং

CMGPublished: 2024-11-06 11:27:13
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ৬: সোনালি শরতের মৌসুমে চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসি’র সাধারণ সম্পাদক সি চিন পিং হুবেই প্রদেশ পরিদর্শন করেন এবং দুটি সুন্দর জেলা ঘুরে দেখেন। একটি হল ইয়াংজি নদীর উত্তরে অবস্থিত সিয়াওগান শহরের ইউনমেং জেলা এবং ইয়াংজি নদীর দক্ষিণে অবস্থিত সিয়ান নিং শহরের চিয়াইয়ু জেলা। সাধারণ সম্পাদক কেন বিশেষভাবে এই দুটি জায়গায় এসেছেন এবং তিনি কী বিষয়ে নজর দিয়েছেন?

গত সোমবার বিকেলে প্রেসিডেন্ট সি চিন পিং হুবেই প্রদেশে পরিদর্শন করেন। তাঁর প্রথম গন্তব্য ছিল সিয়াওগান শহরের ইউনমেং জেলার যাদুঘর। হুবেই প্রদেশের কেন্দ্রে অবস্থিত ইউনমেং জেলার ইতিহাস ১হাজার ৪’শ বছরেরও বেশি সময়ের!

ইউনমেং একটি ছোট ভৌগলিক জেলা এবং একটি বড় সাংস্কৃতিক অবশেষ জেলা। স্থানীয় সরকারের সাথে যৌথভাবে নির্মাণ করা হয়েছে হুবেই প্রাদেশিক জাদুঘরের প্রথম শাখা- ইউনমেং জেলা যাদুঘর। গত অগাস্ট মাসে, এটি জাতীয় দ্বিতীয় স্তরের জাদুঘর হিসেবে স্বীকৃতি পায়। যাদুঘরের সংগ্রহে ৫ হাজারেরও বেশি সাংস্কৃতিক ধ্বংসাবশেষ রয়েছে; যার মধ্যে ৪৯ পিস (সেট) জাতীয় প্রথম-শ্রেণীর সাংস্কৃতিক নিদর্শন রয়েছে।

ইউনমেং জেলা যাদুঘরে, সাধারণ সম্পাদক সাংস্কৃতিক নিদর্শনগুলির সুরক্ষা, গবেষণা ও ব্যবহারকে শক্তিশালী করার মাধ্যমে স্থানীয় পরিস্থিতি বোঝার দিকে মনোনিবেশ করেন।

সাধারণ সম্পাদক বরাবরই সাংস্কৃতিক নিদর্শন সংরক্ষণ, গবেষণা ও ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ বছরের দ্বিতীয়ার্ধ থেকে, যখন তিনি কানসু, শায়ানসি, ফুজিয়ান, আনহুই ও অন্যান্য স্থান পরিদর্শন করেন। তিনি প্রতিবার তদন্ত করতে সাংস্কৃতিক অবশেষ সুরক্ষা ইউনিটে যান।

সাধারণ সম্পাদক একবার বলেছিলেন যে, সাংস্কৃতিক নিদর্শনগুলি দুর্দান্ত সভ্যতার চিহ্ন, ইতিহাস ও সংস্কৃতির স্মৃতি। এগুলি পূর্বপুরুষদের রেখে যাওয়া মূল্যবান ঐতিহ্য এবং সমাজতান্ত্রিক আধ্যাত্মিক সভ্যতার নির্মাণ শক্তিশালী করার গভীর পুষ্টি। ‘সাংস্কৃতিক ধ্বংসাবশেষ রক্ষা করা বর্তমান সময়ের জন্য কল্যাণকর এবং ভবিষ্যতের জন্য উপকারী।’

গতকাল (মঙ্গলবার) সকালে সাধারণ সম্পাদক সি চিন পিং সিয়ান নিং শহরের চিয়াইয়ু জেলা পরিদর্শন করেছেন। ইয়াংজি নদীর মধ্যবর্তী অঞ্চলের দক্ষিণ তীরে অবস্থিত চিয়াইয়ু জেলার ইতিহাস ১হাজার ৭’শ বছরেরও বেশি প্রাচীন।

চিয়াইয়ু জেলা চীনা বৈশিষ্ট্যময় কৃষিপণ্যের (বাঁধাকপি) একটি প্রভাবশালী এলাকা। জেলার সবজি রোপণ এলাকা হল ২.৯ লাখ মিউ। যার বার্ষিক উত্পাদন ১.২৭ মিলিয়ন টন। এটি উহান শহরের চারটি প্রধান সবজি সরবরাহ কেন্দ্রের মধ্যে একটি। চিয়াইয়ু জেলার পানচিয়াওয়ান টাউনের সবজি করিডোর এবং সি’ই গ্রামে, সাধারণ সম্পাদক গ্রামীণ পুনরুজ্জীবন অবস্থা প্রচারের স্থানীয় পরিস্থিতি বোঝার দিকে মনোনিবেশ করেছিলেন।

গ্রামীণ পুনরুজ্জীবন সাধারণ সম্পাদকের এ বছরের অনেকগুলো স্থান পরিদর্শনের একটি গুরুত্বপূর্ণ বিষয়।

চীনের কমিউনিস্ট পার্টির অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে সাধারণ সম্পাদক সি চিন পিং বহুবার পরিদর্শনের জন্য হুবেই সফর করেছেন। এ বছর হুবেই পরিদর্শনও একটি গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিত হচ্ছে। হুবেই পরিদর্শনের মাত্র কয়েকদিন আগে, সাধারণ সম্পাদক প্রাদেশিক ও মন্ত্রী পর্যায়ের নেতৃস্থানীয় কর্মীদের জন্য ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনা অধ্যয়ন ও বাস্তবায়নের জন্য একটি বিশেষ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তৃতা দেন।

ইউনমেং এবং চিয়াইয়ু জেলায় সাধারণ সম্পাদকের পরিদর্শনে দেখা যায় যে, একটি সমাজতান্ত্রিক সাংস্কৃতিক শক্তি গড়ে তোলা এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে তিনি গভীর মনোযোগ দেন।

সাধারণ সম্পাদকের পরিদর্শন পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনা বাস্তবায়নের জন্য একটি শক্তিশালী নির্দেশনা দিয়েছে।

Share this story on

Messenger Pinterest LinkedIn