ব্রিকস প্লাস নেতৃবৃন্দের সংলাপে প্রেসিডেন্ট সি চিনপিংয়ের ভাষণ প্রসঙ্গ
আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের নির্বাহী অফিসের চেয়ারম্যানের প্রাক্তন উপদেষ্টা ইব্রাহিম হাশিম বিশেষভাবে বিশ্বব্যাপী নিরাপত্তা উদ্যোগের দিকে মনোযোগ দেন। তিনি বলেন, বর্তমানে বিশ্বে অস্থিতিশীলতার কারণগুলো দ্রুত বাড়ছে, ইউক্রেনের সংকট দীর্ঘায়িত হচ্ছে, মধ্যপ্রাচ্য পরিস্থিতির অবনতি ঘটছে, এবং বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলের নিরাপত্তা গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। ব্রিকস-এর প্রধান সদস্যদেশ হিসেবে, চীন সক্রিয়ভাবে শান্তি আলোচনাকে উত্সাহিত করছে, ইউক্রেন সংকট নিয়ে ‘ফ্রেন্ডস অফ পিস’ গ্রুপ চালু করেছে, এবং সৌদি আরব-ইরান কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা ও ফিলিস্তিনের দলগুলোর পুনর্মিলনের জন্য ধারাবাহিক মধ্যস্থতা করেছে। চীন আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখছে এবং অশান্ত বিশ্বে স্থিতিশীলতার উপাদান যোগ করে যাচ্ছে।
সিনিয়র লাও কূটনীতিক সিকুন বুনওয়েলে বিশ্বব্যাপী উন্নয়ন উদ্যোগগুলো বেশি অনুভব করেছেন। তিনি বলেন, লাওস ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা লাওসের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখেছে ও রাখছে। লাওস বাণিজ্য ও বিনিয়োগ, কার্গো পরিবহন, পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। তিনি মনে করেন, বিশ্ব শান্তি ও উন্নয়নের জন্য চীনা প্রজ্ঞা ও চীনা সমাধান হিসাবে, তিনটি প্রধান বৈশ্বিক উদ্যোগ মানবজাতির শান্তি ও উন্নয়নের জন্য ইতিবাচক শক্তি যোগাবে।
বেলারুশের ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেসের ইন্সটিটিউট অফ ইকোনমিক্স-এর বেলারুশ-চীন ডেভেলপমেন্ট অ্যানালাইসিস সেন্টারের পরিচালক ইউরি শেরবাকভ বলেন, ‘“ব্রিকস প্লাস’ সহযোগিতা মডেল ‘গ্লোবাল সাউথ’ গ্রুপের উত্থানে নতুন প্রেরণা যোগ করেছে। ব্রিকস সম্প্রসারণের পর, বিরল ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে। এখন, ব্রিকসের আওতায়, আরও সক্রিয়ভাবে ও কার্যকরভাবে বিভিন্ন ক্ষেত্রে বহুপাক্ষিক সহযোগিতা চালানো যাবে; দেশগুলোর মধ্যে সংলাপ ও সহযোগিতার মান ও স্তর আরও উন্নত করা যাবে; অর্থনৈতিক বিশ্বায়নকে আরও এগিয়ে নেওয়া যাবে; একটি আরও ন্যায়সঙ্গত আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার কাজে নতুন গতির সঞ্চার হবে; এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, স্থিতিশীলতা, ও অগ্রগতির পক্ষে কাজ করার মাধ্যমে, মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজে গড়ে তোলার কাজে আরও বেশি অবদান রাখা যাবে।