ব্রিকস প্লাস নেতৃবৃন্দের সংলাপে প্রেসিডেন্ট সি চিনপিংয়ের ভাষণ প্রসঙ্গ
গত ২৪ অক্টোবর, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, রাশিয়ার কাজানে ‘ব্রিকস প্লাস’ নেতাদের সংলাপ সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে তিনি “‘গ্লোবাল সাউথ’-এর শক্তি একত্রিত করা; একসাথে মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়া” শীর্ষক একটি ভাষণ দেন। বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা বলছেন, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ভাষণে বিশ্বের সাধারণ প্রবণতা গভীরভাবে ফুটে উঠেছে এবং তিনি গ্লোবাল সাউথ সংহতি ও সহযোগিতা সম্পর্কে চীনের প্রস্তাব তুলে ধরেছেন। ভাষণে গ্লোবাল সাউথের দেশগুলোর যৌথভাবে আধুনিক হবার এবং একটি উন্নত বিশ্ব গড়ে তোলার প্রয়োজনীয় দিকনির্দেশনা রয়েছে।
প্রেসিডেন্ট সি চিন পিং ধারাবাহিকভাবে বিগত ১২ বছর ধরে ব্রিকস দেশের নেতৃবৃন্দের সম্মেলনে অংশগ্রহণ করে আসছেন। এবার তিনি প্রথমবারের মতো ‘ব্রিকস প্লাস’ সহযোগিতা প্রস্তাব পেশ করেন এবং ব্রিকস সহযোগিতার পক্ষে ধারাবাহিক প্রচার-প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন। সংলাপ সম্মেলনে তিনি বলেন, শান্তি বজায় রেখে সাধারণ নিরাপত্তা বাস্তবায়ন করা, উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ সমৃদ্ধি অর্জন করা, একসাথে সভ্যতার প্রচার করা, এবং বৈচিত্র্য ও সম্প্রীতির জন্য কাজ করা জরুরি।
পাকিস্তানের ইসলামাবাদ দক্ষিণ এশিয়া ও আন্তর্জাতিক গবেষণাকেন্দ্রের পরিচালক মুহাম্মাদ হাসান খান বলেন, সংলাপে গ্লোবাল সাউথ সংহতি ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন সি চিন পিং। তাঁর বক্তব্য অশান্ত বিশ্বে শান্তি ও স্থিতিশীলতার উপাদান যুগিয়েছে।
দক্ষিণ আফ্রিকার পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও রাজনৈতিক বিশ্লেষক সোমাদোদা ফিকনি বলেন, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ভাষণ থেকে এটা স্পষ্ট যে, চীন বহুপাক্ষিকতার প্রচার ও অভিন্ন উন্নয়নের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। গ্লোবাল সাউথের দেশগুলো চীন ও অন্যান্য দেশের নেতৃত্বে প্রতিষ্ঠিত ব্রিকস সহযোগিতা পদ্ধতিতে যোগ দিতে আগ্রহী। এই পদ্ধতিতে যোগ দিয়ে উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলা এবং অর্থনৈতিক পুনরুজ্জীবন ও সমৃদ্ধি অর্জনে আগ্রহ দেখাচ্ছে অনেক দেশ।