বাংলা

ফুচিয়ান পরিদর্শন করেছেন সি চিন পিং

CMGPublished: 2024-10-17 17:43:10
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সি চিন পিং বলেন, ‘আন্তরিকভাবে কামনা করি, আপনাদের জীবন দিন দিন উন্নত হোক!’

গ্রামবাসীরা বলেন, ‘ধন্যবাদ! সাধারণ সম্পাদক। ভবিষ্যতে আবারো আসবেন! ’

এরপর তিনি কু ওয়েন ছাং স্মরণ হল পরিদর্শন করেন। এতে তিনি জানান, একজন ক্যাডারের কর্মকাণ্ড মূল্যায়ন করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে তাঁর প্রতি জনগণের মন্তব্য। বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও ক্যাডারের উচিত কমরেড কু ওয়েন ছাংকে অনুসরণ করে গণকল্যাণ বৃদ্ধির জন্য কাজ করা।

১৬ অক্টোবর সকালে, সি চিন পিং চীনের মুক্ত বাণিজ্য পাইলট জোনের সিয়ামেন অংশ পরিদর্শন করেন। তিনি জানান, ৪০ বছরেরও বেশি সময় উন্নয়নের পর সিয়ামেন বিশেষ অর্থনৈতিক জোনের অসাধারণ পরিবর্তন ঘটেছে। ফুচিয়ান ও সিয়ামেনের উচিত পরিস্থিতি উন্নয়নের সাথে সমন্বিত করে, আন্তর্জাতিক উচ্চ মানের চাহিদা পূরণ করা এবং উচ্চ মানের উন্মুক্তকরণ সম্প্রসারণ কাজে নতুন সাফল্য অর্জন করা।

১৬ অক্টোবর বিকালে, সি চিন পিং সিয়ামেনে ফু চিয়ান প্রাদেশিক পার্টি কমিটি এবং প্রাদেশিক সরকারের কর্ম প্রতিবেদন শোনেন। তিনি ফুচিয়ানের নানা খাতের কাজকর্মের সাফল্যের ইতিবাচাক মূল্যায়ন করেন এবং পরবর্তী কাজকর্মের দিক-নির্দেশনা দেন।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn