ফুচিয়ান পরিদর্শন করেছেন সি চিন পিং
অক্টোবর ১৭: সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং ফুচিয়ান প্রদেশ পরিদর্শন করেছেন। এ সময় তিনি জোর দিয়ে বলেছেন, ফুচিয়ানের উচিত সার্বিকভাবে সিপিসি’র ২০তম জাতীয় কংগ্রেস এবং সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনা অনুসরণ করা; সার্বিকভাবে নতুন উন্নয়নের ধারণা বাস্তবায়ন করা; অব্যাহতভাবে আরও দ্রুতগতিতে আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা নির্মাণে বিরাট অগ্রগতি অর্জন করা; নতুন উন্নয়নের কাঠামোতে সেবার খাতে আরও কাজ করা; তাইওয়ান প্রণালীর দু’পারের সমন্বিত উন্নয়নের নতুন পথ অনুসন্ধানে আরও এগিয়ে যাওয়া; উচ্চ গুণগতমানের জীবন নিশ্চিত করা; সংস্কার আরও সার্বিকভাবে গভীরতর করা; সার্বিকভাবে উচ্চ মানের উন্নয়ন এগিয়ে নেওয়া এবং চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন নির্মাণে সামনের দিকে এগিয়ে যাওয়া।
১৫ ও ১৬ অক্টোবর, সি চিন পিং ফুচিয়ানের চাং চৌ, সিয়া মেন-সহ একাধিক শহর ও অঞ্চল পরিদর্শন করেছেন। তিনি গ্রাম, মুক্ত বাণিজ্য পাইলট জোন-সহ একাধিক অঞ্চলের খোঁজ-খবর নিয়েছেন।
১৫ অক্টোবর বিকালে, সি চিন পিং চাং চৌ শহরের তং সান কাউন্টিতে গিয়ে পরিদর্শন করেন। তিনি পায়ে হেঁটে আও চিয়াও ওয়ানে গিয়ে সাগরের পরিবেশ ও গ্রামের নির্মাণকাজ পরিদর্শন করেন। তিনি জানতে পেরেছেন যে, এখানে সামুদ্রিক পণ্য বিক্রি অনেক ভালো, গ্রামবাসীদের আয় অব্যাহতভাবে বাড়ছে। তিনি অনেক খুশি।
তিনি গ্রামবাসী ও জেলেদেরকে বলেছেন, আপনাদের গ্রামে ২৩ বছর আগে আমি এসেছিলাম। এখনও সেই স্মৃতি আমার মনে আছে।
এবারে তিনি গ্রামটিতে এসে দেখেন অনেক পরিবর্তন হয়েছে। তিনি অনেক খুশি। নতুন যুগ ও নতুন যাত্রায় গ্রামটির ভবিষ্যৎ অবশ্যই আরও উজ্জ্বল হবে, কৃষকদের জীবনযাপন অবশ্যই আরও সুখের হবে। তিনি জানান, গ্রাম পর্যায়ের পার্টি কমিটির উচিত গ্রামবাসীদেরকে সুষ্ঠুভাবে নেতৃত্ব দিয়ে গ্রামীণ পুনরুত্থানের পথে এগিয়ে যাওয়া।