বাংলা

ফুচিয়ান পরিদর্শন করেছেন সি চিন পিং

CMGPublished: 2024-10-17 17:43:10
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অক্টোবর ১৭: সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং ফুচিয়ান প্রদেশ পরিদর্শন করেছেন। এ সময় তিনি জোর দিয়ে বলেছেন, ফুচিয়ানের উচিত সার্বিকভাবে সিপিসি’র ২০তম জাতীয় কংগ্রেস এবং সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনা অনুসরণ করা; সার্বিকভাবে নতুন উন্নয়নের ধারণা বাস্তবায়ন করা; অব্যাহতভাবে আরও দ্রুতগতিতে আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা নির্মাণে বিরাট অগ্রগতি অর্জন করা; নতুন উন্নয়নের কাঠামোতে সেবার খাতে আরও কাজ করা; তাইওয়ান প্রণালীর দু’পারের সমন্বিত উন্নয়নের নতুন পথ অনুসন্ধানে আরও এগিয়ে যাওয়া; উচ্চ গুণগতমানের জীবন নিশ্চিত করা; সংস্কার আরও সার্বিকভাবে গভীরতর করা; সার্বিকভাবে উচ্চ মানের উন্নয়ন এগিয়ে নেওয়া এবং চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন নির্মাণে সামনের দিকে এগিয়ে যাওয়া।

১৫ ও ১৬ অক্টোবর, সি চিন পিং ফুচিয়ানের চাং চৌ, সিয়া মেন-সহ একাধিক শহর ও অঞ্চল পরিদর্শন করেছেন। তিনি গ্রাম, মুক্ত বাণিজ্য পাইলট জোন-সহ একাধিক অঞ্চলের খোঁজ-খবর নিয়েছেন।

১৫ অক্টোবর বিকালে, সি চিন পিং চাং চৌ শহরের তং সান কাউন্টিতে গিয়ে পরিদর্শন করেন। তিনি পায়ে হেঁটে আও চিয়াও ওয়ানে গিয়ে সাগরের পরিবেশ ও গ্রামের নির্মাণকাজ পরিদর্শন করেন। তিনি জানতে পেরেছেন যে, এখানে সামুদ্রিক পণ্য বিক্রি অনেক ভালো, গ্রামবাসীদের আয় অব্যাহতভাবে বাড়ছে। তিনি অনেক খুশি।

তিনি গ্রামবাসী ও জেলেদেরকে বলেছেন, আপনাদের গ্রামে ২৩ বছর আগে আমি এসেছিলাম। এখনও সেই স্মৃতি আমার মনে আছে।

এবারে তিনি গ্রামটিতে এসে দেখেন অনেক পরিবর্তন হয়েছে। তিনি অনেক খুশি। নতুন যুগ ও নতুন যাত্রায় গ্রামটির ভবিষ্যৎ অবশ্যই আরও উজ্জ্বল হবে, কৃষকদের জীবনযাপন অবশ্যই আরও সুখের হবে। তিনি জানান, গ্রাম পর্যায়ের পার্টি কমিটির উচিত গ্রামবাসীদেরকে সুষ্ঠুভাবে নেতৃত্ব দিয়ে গ্রামীণ পুনরুত্থানের পথে এগিয়ে যাওয়া।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn