শক্তিশালী চীন গড়ে তোলার অগ্রযাত্রায় প্রেসিডেন্ট সি’র দূরদর্শী নেতৃত্ব
ফলস্বরূপ, ক্রমাগত প্রযুক্তিগত সাফল্য অর্জিত হয়েছে, নতুন প্রযুক্তির সাথে, এবং নতুন ফর্ম এবং ব্যবসার উন্নতির নতুন মডেল কার্যকর হয়েছে। এই অগ্রগতির একটি সুস্পষ্ট প্রমাণ হল বৈশ্বিক উদ্ভাবন সূচকে চীনের উত্থান, ২০১২ সালে ৩৪তম থেকে ২০২৩ সালে ১২তম স্থান লাভ।
একটি মহান আধুনিক সমাজতান্ত্রিক দেশকে কেবল বস্তুগতভাবে নয় বরং সাংস্কৃতিক ও নৈতিকভাবেও শক্তিশালী হতে হবে উল্লেখ করেন সি।
সি সভ্যতার সমৃদ্ধির জন্য একটি সুন্দর বাস্তুতন্ত্রকে অপরিহার্য বলে মনে করেন। তিনি চীনের পরিবেশগত সংরক্ষণ স্থাপন করেছেন।
জাতীয় উন্নয়নের জন্য সামগ্রিক পরিকল্পনা, দূষণের বিরুদ্ধে কঠিন যুদ্ধে দেশকে নেতৃত্ব দিয়েছে এবং চীনের প্রবৃদ্ধির মডেলকে সবুজ উন্নয়নের একটিতে দ্রুত রূপান্তরের জন্য চাপ দিয়েছে।
আজ, চীন বিশ্বের সর্ববৃহৎ সামাজিক নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে, এবং এর মধ্যম আয়ের গোষ্ঠী ৪০০ মিলিয়নেরও বেশি হয়েছে, কারণ দেশটি তার অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যের দিকে স্থিরভাবে এগিয়ে চলেছে।
গত জুলাই মাসে, ২০তম সিপিসি কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন ব্যাপকভাবে সংস্কারকে আরও গভীর করার জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করে এবং ২০২৯ সালে পিআরসি’র ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৩০০টিরও বেশি প্রধান সংস্কার কাজ সম্পন্ন করার ঘোষণা দেয়া হয়।
মাহমুদ হাশিম
সিএমজি বাংলা, বেইজিং।