শক্তিশালী চীন গড়ে তোলার অগ্রযাত্রায় প্রেসিডেন্ট সি’র দূরদর্শী নেতৃত্ব
গণপ্রজাতন্ত্রী চীনের (পিআরসি) ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য গত সপ্তাহজুড়ে আয়োজন করা হয় নানান উচ্চপর্যায়ের রাষ্ট্রীয় অনুষ্ঠানমালা। এ সব অনুষ্ঠানে যোগ দিয়ে প্রেসিডেন্ট সি চিন পিং আবারো একটি শক্তিশালী চীন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্বদেশবাসীর প্রতি।
জাতীয় দিবসের প্রাক্কালে আয়োজিত এক সংবর্ধনায়, চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি জোর দিয়ে বলেন, বার্ষিকী উদযাপন করার ‘সর্বোত্তম উপায়’ হল সামনে অগ্রসর হওয়া। চীনকে একটি শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলতে এবং চীনা আধুনিকীকরণের মাধ্যমে সকল ফ্রন্টে জাতীয় পুনরুজ্জীবন অর্জনই হচ্ছে চীনের কাঙ্ক্ষিত লক্ষ্য।
এর একদিন আগে, যখন প্রেসিডেন্ট সি বিভিন্ন ক্ষেত্রে দেশ গড়ার নায়ক এবং রোল মডেলদের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করেন, তখনও তিনি চীনকে শক্তিশালী করার আকাঙ্ক্ষার কথা সবসময় মনে রাখার আহ্বান জানান চীনের জনগণের প্রতি।
তিনি বলেন, “আমাদের দেশের প্রতি অনুগত থাকতে হবে, দেশকে ভালবাসতে হবে, ব্যক্তিগত উন্নয়ন লক্ষ্যগুলোকে সামগ্রিক জাতীয় উন্নয়নে একীভূত করতে হবে এবং দেশের জন্য দায়িত্ব পালন এবং জনগণের সেবা করার জন্য ব্যক্তিগত মূল্য উপলব্ধি করতে হবে।”
প্রায় ১২ বছর আগে, পার্টির শীর্ষ পদে অধিষ্ঠিত হওয়ার অল্প সময়ের মধ্যেই, সি প্রথম জাতীয় পুনর্জ্জীবনের চীনা স্বপ্নের কথা উল্লেখ করেছিলেন।
দশ বছরেরও কম সময়ে, তিনি নিরঙ্কুশ দারিদ্র্য দূর করতে চীনকে নেতৃত্ব দিয়েছেন এবং সর্বক্ষেত্রে একটি মধ্যপন্থী সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। চীনে অর্থনৈতিক অগ্রগতি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠাসহ বহুক্ষেত্রে ঐতিহাসিক অর্জন এবং পরিবর্তন ঘটেছে।