বাংলা

চীনা শৈলীর আধুনিকায়ন বিশ্বে নতুন সুযোগ এনে দেবে: সিএমজি সম্পাদকীয়

CMGPublished: 2024-10-02 16:44:44
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নয়াচীনের প্রতিষ্ঠা থেকে বিংশ শতাব্দীর ৭০’র দশকের শেষ পর্যন্ত, চীন একটি স্বাধীন এবং তুলনামূলকভাবে সম্পূর্ণ শিল্প ব্যবস্থা এবং জাতীয় অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে, যা চীনা-শৈলীর আধুনিকীকরণের জন্য একটি বস্তুগত ভিত্তি স্থাপন করেছে। এই সময়েই চীন শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচটি নীতির প্রস্তাব করেছিল, যা আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়ম এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিতে পরিণত হয়েছিল। ১৯৭৮ সালে সংস্কার এবং উন্মুক্তকরণের সূচনা করার পর, চীনের আধুনিকীকরণ একটি নতুন পরিস্থিতি দেখা দিয়েছে, বিশেষ করে ২০০১ সালে বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগদানের পর, যা অর্থনৈতিক বিশ্বায়নে শক্তিশালী প্রেরণা দিয়েছে। ২০১২ সালে চীনের কমিউনিস্ট পার্টির ১৮তম জাতীয় কংগ্রেসের পর থেকে, চীনা-শৈলীর আধুনিকীকরণ সার্বিকভাবে চালু করা হয়েছে, এটি শুধুমাত্র মানব দারিদ্র্য হ্রাসের ইতিহাসে একটি অলৌকিক ঘটনা তৈরি করেনি, বরং ক্রমাগত উচ্চ-স্তরের বৈদেশিক উন্মুক্ততা প্রচার করেছে। মানবজাতির অভিন্ন কল্যাণের সম্প্রদায়ের ধারণাটি ক্রমবর্ধমানভাবে জনপ্রিয় হয়ে উঠেছে।

বর্তমানে, শতাব্দীর পরিবর্তন ত্বরান্বিত হচ্ছে, ভূ-রাজনৈতিক পরিস্থিতি কঠোর হচ্ছে এবং বিশ্ব অর্থনৈতিক পুনরুদ্ধার দুর্বল। একই সময়ে নতুন দফার বিজ্ঞানসম্মত ও প্রযুক্তিগত বিপ্লব এবং শিল্প পরিবর্তন উন্নয়নের নতুন সুযোগ এনে দিয়েছে। বিশ্বের একটি শান্তিপূর্ণ ও শান্ত পরিবেশ এবং অভিন্ন উন্নয়নের জন্য নতুন চালিকাশক্তি প্রয়োজন। অতীতের সফল অভিজ্ঞতার উপর ভিত্তি করে ভবিষ্যতে চীনা-শৈলীর আধুনিকীকরণের অগ্রগতি বিশ্বে আরও নতুন সুযোগ নিয়ে আসতে সক্ষম।

একই সময়ে চীনা-শৈলী আধুনিকীকরণ কার্যকরভাবে বিশ্ব শাসনের উন্নতির প্রচার করবে। ভারসাম্যহীন বৈশ্বিক উন্নয়ন, ব্যাপক একতরফা উত্পীড়ন এবং তীব্র বাস্তুসংক্রান্ত চ্যালেঞ্জের মতো অনেক বৈশ্বিক সংকটের মুখে, চীন সর্বদা বিশ্বাস করে যে, আন্তর্জাতিক বিষয়গুলোকে সকলের পরামর্শের মাধ্যমে সমাধান করা উচিত এবং বিশ্ব শাসনে ‘সত্যিকারের বহুপাক্ষিকতাবাদ’ অনুশীলন করা উচিত। বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ, বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ এবং বৈশ্বিক সভ্যতার উদ্যোগ প্রস্তাব করা থেকে শুরু করে বিভিন্ন দেশের বৈধ অধিকার রক্ষায় দৃঢ়ভাবে সমর্থন করা, জাতিসংঘের ক্রমাগত সংস্কার ও উন্নয়নকে সমর্থন করা এবং ‘গ্লোবাল সাউথের’ প্রতিনিধিত্ব ও কণ্ঠস্বর বৃদ্ধি করা পর্যন্ত, চীন যা যা করেছে তা বিশ্বব্যাপী শাসন ব্যবস্থা আরও ন্যায্য এবং যুক্তিসঙ্গত দিকে উন্নয়ন করতে সহায়ক হবে বলে সিএমজি সম্পাদকীয়তে উল্লেখ করে বলা হয়।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn