বাংলা

পারস্পরিক কল্যাণ ও জয়-জয় নীতির ভিত্তিতে বিশ্বের সাথে চীনের সহযোগিতা প্রসঙ্গ

CMGPublished: 2024-09-30 16:25:17
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ৩০: বর্তমানে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের সব পরিকল্পনা, টেকসই নীতি এবং সবুজ প্রযুক্তি ও ব্যাংকিংয়ের ভিত্তিতে সামনে এগুচ্ছে। সম্প্রতি আয়োজিত ২০২৪ সালের ‘বেল্ট অ্যান্ড রোড’ বাণিজ্য ও বিনিয়োগ ফোরামে, ব্রিটেন-চীন বাণিজ্য সমিতির সিইও পিটার বার্নেট এ কথা বলেন। অংশগ্রহণকারী প্রতিনিধিরা বলেন, চীন ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ উন্মোচন করেছে, কিন্তু এর সাফল্য ও সুযোগ সারা বিশ্বের জন্য। ১৫০টিরও বেশি দেশ ও ৩০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থা এবারের ফোরামে অংশগ্রহণ করে।

চলতি বছর হলো গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী। ৭৫ বছরে চীনা অর্থনীতি দ্রুত উন্নত হয়েছে। চীন বিশ্বের সাথে পারস্পরিক সুবিধা ও জয়-জয় নীতির ভিত্তিতে সহযোগিতা করে ইতিবাচক ফলাফল অর্জন করেছে। বিশেষ করে, বিগত দশ বছরে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিতে চীনের গড় অবদান ৩০ শতাংশ ছাড়িয়েছে। চীন ঐতিহাসিকভাবে পরম দারিদ্র্য থেকে মুক্তি লাভ করেছে এবং সার্বিকভাবে মধ্যমমানের স্বচ্ছল সমাজ গড়ে তুলেছে।

৭৫ বছরে চীন নিজের উন্নয়নের পাশাপাশি, মানবজাতির অভিন্ন উন্নয়নের জন্য প্রচেষ্টা চালিয়েছে। চীন বিশ্বের সাথে সহযোগিতা করেছে, বিশ্বজুড়ে বিভিন্ন উদ্যোগে ইতিবাচক ভূমিকা পালন করেছে ও করছে। বর্তমানে বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা ও শক্তির প্রধান উত্সে পরিণত হয়েছে চীন। বাজার, শিল্প-চেইন, সরবরাহ-চেইন, উদ্ভাবন, ও বিনিয়োগের ক্ষেত্রে চীন তার প্রাধান্য কাজে লাগিয়েছে ও লাগাচ্ছে।

বাজার হলো সবচেয়ে দুর্লভ সম্পদ। চীনের এ সুপার আকারের বাজার, অধিক থেকে অধিকরত বিদেশী প্রতিষ্ঠানের বিনিয়োগ আকর্ষণ করেছে ও করছে। ২০২৩ সালে চীনে নতুন বিদেশী বিনিয়োগে প্রতিষ্ঠিত সংস্থার সংখ্যা ছিল ৫৩৭৬৬টি, যা আগের বছরের চেয়ে ৩৯.৭ শতাংশ বেশি। এ সময় বিদেশী অর্থের আসল ব্যবহার হয়েছে ১‌.১৩ ট্রিলিয়ন ইউয়ান আরএমবি। এক্ষেত্রে চীনের অবস্থান বিশ্বের দ্বিতীয়।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn