বাংলা

তৃতীয় বিশ্ব ডিজিটাল বাণিজ্য মেলায় নতুন প্রযুক্তি: চীনের বৈদেশিক বাণিজ্যে গতিশীলতার সংকেত

CMGPublished: 2024-09-29 19:18:35
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বিগ ডেটা, ক্লাউড কম্পিউটিং এবং ব্লকচেইনের মতো ডিজিটাল প্রযুক্তিগুলি এক্সপোতে কেন্দ্রে অবস্থান করেছে। চীন কীভাবে তার বৈদেশিক বাণিজ্যকে চালিত করতে এই উদ্ভাবনগুলোকে কাজে লাগাচ্ছে তা বোঝার একটা সহজ উপায় এ মেলা।

চীনের এআই এবং স্পিচ টেকনোলজি ইন্ডাস্ট্রিতে অগ্রগামী আইফ্লাইটেক কো. লিমিটেডের বুথে বেশ কিছু আফ্রিকান দর্শক একটি অত্যাধুনিক বহুভাষিক এআই-চালিত অনুবাদ স্ক্রিনের মাধ্যমে কর্মীদের সাথে রিয়েল-টাইম কথোপকথন করেন। হৈচৈপূর্ণ পরিবেশ সত্ত্বেও, উন্নত ভয়েস শনাক্তকরণ প্রযুক্তিতে সজ্জিত স্ক্রিন,সঠিকভাবে ক্যাপচার করে এবং মানুষের কণ্ঠে সাড়া দেয়।

আইফ্লাইটেকের চেয়ারম্যান লিউ ছিংফেং বলেন, “আগামী বছরগুলোতে এ খাতে বিদেশী ব্যবসা আমাদের জন্য একটি উল্লেখযোগ্য বৃদ্ধির ইঞ্জিনে পরিণত হতে চলেছে৷ আমাদের আকাঙ্খা হল এটি ভবিষ্যতে আমাদের ব্যবসায়িক অংশের এক-তৃতীয়াংশ গঠন করবে৷

চীনা সাংস্কৃতিক রপ্তানিও প্রদর্শনীতে সবার মনোযোগ আকর্ষণ করেছে। ডিজিটাল এন্টারটেইনমেন্ট জোনে সং রাজবংশের (৯৬০-১২৭৯) একজন খ্যাতিমান কবি সু তংপোর ডিজিটাল উদ্ভাবনী প্রদর্শনী যেমন, ঐতিহ্যবাহী চীনা সংগীতের একটি ভার্চুয়াল যাদুঘর, পাশাপাশি ওল্ড সামার প্যালেসের চারটি প্রাণীর ব্রোঞ্জের মাথার থ্রিডি প্রদর্শনী দর্শনার্থীদেরর চীনা সংস্কৃতির সমৃদ্ধির একটি আকর্ষণীয় আভাস দিয়েছে।

কাজাখস্তানের ডিজিটাল উন্নয়ন, উদ্ভাবন এবং মহাকাশ শিল্পের মন্ত্রী জাসলান মাদিয়েভ, মেলা ও চীন প্রসঙ্গে বলেন, “চীনকে ডিজিটাল প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে বিশ্বব্যাপী নেতা হিসাবে গণ্য করা হয়। ডিজিটাল বাণিজ্যে চীনের অগ্রগতি কেবল সহযোগিতার নতুন পথ তৈরি করছে তাই নয়, বরং বিশ্বব্যাপী টেকসই উন্নয়নকে উত্সাহিত করে এবং বিশ্বব্যাপী বাণিজ্য অবকাঠামো উন্নত করে।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn