তৃতীয় বিশ্ব ডিজিটাল বাণিজ্য মেলায় নতুন প্রযুক্তি: চীনের বৈদেশিক বাণিজ্যে গতিশীলতার সংকেত
চীনের চেচিয়াং প্রদেশের রাজধানী হাংচৌতে শেষ হয়েছে তৃতীয় বিশ্ব ডিজিটাল-বাণিজ্য মেলা। শহরের কনভেনশন প্রদর্শনী কেন্দ্রে ২৫ সেপ্টেম্বর শুরু হয়ে পাঁচদিনব্যাপী মেলাটি চলে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।
এবারের ডিজিটাল বাণিজ্য-মেলার মূল প্রতিপাদ্য ছিল: ‘ডিজিটাল-বাণিজ্য, ব্যবসার সুযোগ, ও বিশ্বের সাথে সংযোগ’।
কাজাখস্তান ও থাইল্যান্ড ছিল এবারের মেলার সম্মানিত অতিথি দেশ এবং চীনের কুয়াংতুং প্রদেশ সম্মানিত অতিথি-প্রদেশ। ৩২টি দেশ ও অঞ্চল থেকে শীর্ষস্থানীয় ৩০০টির বেশি আন্তার্জাতিক কোম্পানি এতে অংশগ্রহণ করে।
এবারের মেলায় যে ‘আভান্ত-গার্ড প্রযুক্তি’ বা নজরকাড়া উদ্ভাবনী প্রযুক্তির প্রদর্শন হয়েছে তা চীনের বৈদেশিক বাণিজ্যের ক্রমবর্ধমান সম্ভাবনাকেই তুলে ধরে।
পাঁচ দিনের, প্রদর্শনীতে ৪৪৬টি নতুন পণ্য এবং প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে, যেখানে রোবটকে নানাবিধ কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এর মধ্যে বোতলের ছিপি খোলা, বর্জ্য-বাছাই থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পরিচালিত ডিজিটাল মানব বিতর্ক প্রতিযোগিতাও অন্তর্ভুক্ত ছিল।
দক্ষিণ আফ্রিকার ক্ষুদ্রশিল্প উন্নয়ন সংস্থার উদ্ভাবন ও প্রযুক্তি বিষয়ক পরামর্শক গালাদি মেলিয়া থেমা অভিভূত মেলার অভিনব সব প্রদর্শনী দেখে। প্রদর্শনীতে মেডিকেল এআই যেমন, রোবোটিক অস্ত্রোপচার এবং স্ক্রিনিং ক্লিনিক তাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে বলে জানান তিনি।
তিনি আরও যোগ করেন, “নার্সরা রোগীদের জন্য দীর্ঘস্থায়ী রোগ ব্যবস্থাপনার স্ক্রীনিং পণ্য ব্যবহার করতে পারে, যা বাড়িতে এবং ক্লিনিক উভয়ক্ষেত্রেই প্রয়োগ করা যেতে পারে। এটি খরচ কমায় এবং দূরবর্তী রোগীকে পর্যবেক্ষণকে রাখা যায়। এ প্রযুক্তির প্রচুর সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি।