হলুদ নদী অববাহিকার প্রাকৃতিক পরিবেশ রক্ষার ওপর সি’র গুরুত্বারোপ প্রসঙ্গ
প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন, এটি দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন ব্যবস্থার উন্নতির জন্য প্রয়োজন। পানি নিয়ন্ত্রণব্যবস্থা উন্নত করতে হবে এবং মূল জলাধারগুলোর মতো বড় পানির সংরক্ষণ প্রকল্পগুলোর ওপর ভিত্তি করে নিয়ন্ত্রণব্যবস্থা উন্নত করতে হবে। প্রধান ও শাখা নদীগুলোর একীভূত নিয়ন্ত্রণের নীতি মেনে চলতে হবে, মূল নদীর মূল অংশগুলো ও মূল প্রবাহের বিপজ্জনক অংশগুলোর পরিচালনার কাজ জোরদার করতে হবে, এবং গুরুত্বপূর্ণ বাঁধ, জলাশয় ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হলুদ নদী পানি সংরক্ষণ জংশনের বড় প্রকল্পগুলো সমন্বিত করতে হবে। দুর্যোগ পর্যবেক্ষণ ও প্রাথমিক সতর্কতা জোরদার করতে হবে এবং প্রাথমিক সতর্কতা ও জরুরি প্রতিক্রিয়ার সংযোগ জোরদার করতে হবে।
প্রেসিডেন্ট সি আরও বলেন, একটি আধুনিক শিল্পব্যবস্থা গড়ে তুলতে হবে। আমরা শস্য, গুরুত্বপূর্ণ কৃষিপণ্য উত্পাদন, কৃষিবিজ্ঞান ও প্রযুক্তি এবং সরঞ্জামের সমর্থন জোরদার করবো; একটি মাঝারি পর্যায়ের কৃষি কার্যক্রমের বিকাশ ঘটাবো; এবং স্থানীয় অবস্থা অনুযাযী, অনন্য ও সুবিধাজনক কৃষিক্ষেত্রের বিকাশ ঘটাবো। খরা ও অতিবৃষ্টির সময় টিকে থাকতে পারে এমন কৃষিজমি তৈরি করতে হবে এবং লবণাক্ত-ক্ষারীয় জমির ব্যাপক রূপান্তর ও ব্যবহার নিশ্চিত করতে হবে।
প্রেসিডেন্ট সি বলেন, উচ্চমানের উন্নয়নের গতি বাড়াতে ব্যাপকভাবে সংস্কারকে আরও গভীর করা প্রয়োজন। এক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবনও জরুরি। রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পদ ও রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগের সংস্কারকে আরও গভীর করতে হবে এবং বেসরকারি অর্থনীতির উন্নয়ন ও বিকাশের জন্য নীতি ও ব্যবস্থা সম্পূর্ণরূপে কাজে লাগাতে হবে।