বাংলা

হলুদ নদী অববাহিকার প্রাকৃতিক পরিবেশ রক্ষার ওপর সি’র গুরুত্বারোপ প্রসঙ্গ

CMGPublished: 2024-09-13 15:11:15
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ১৩: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং গতকাল (বৃহস্পতিবার) বিকেলে কানসু প্রদেশের লানচৌ শহরে এক গুরুত্বপূর্ণ সম্মেলন সভাপতিত্ব করেন।

সম্মেলনের প্রধান বিষয় ছিল, হলুদ নদী অববাহিকার প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং উচ্চ গুণগত মানসম্পন্ন উন্নয়নের নতুন পরিস্থিতি সৃষ্টি। প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন, সিপিসি’র বিশতম জাতীয় কংগ্রেস এবং বিশতম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের সিদ্ধান্তসমূহ আন্তরিকতার সাথে বাস্তবায়ন করতে হবে; চালিকাশক্তি হিসাবে সংস্কার আরও গভীর করতে হবে; পরিবেশকে অগ্রাধিকার দিয়ে সবুজ বিকাশের জন্য কাজ করতে হবে; এবং পানি সংরক্ষণের কাজকে অগ্রাধিকার দিতে হবে। আর এসব কাজের উদ্দেশ্য হবে, উচ্চ গুণগত মানসম্পন্ন উন্নয়ন-প্রক্রিয়ায় নতুন সাফল্য ও মানুষের জীবনে নতুন অগ্রগতি অর্জন করা।

উপস্থিত সবার কথা শোনার পর, প্রেসিডেন্ট সি চিন পিং এই গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। তিনি উল্লেখ করেন, পার্টির কেন্দ্রীয় কমিটি হলুদ নদী অববাহিকার পরিবেশগত রক্ষাকাজ এবং উচ্চমানের উন্নয়নের কৌশল উত্থাপনের পর, হলুদ নদী অববাহিকার পরিবেশের মান অবিচ্ছিন্নভাবে উন্নত হয়েছে; পানি সংরক্ষণ ক্ষমতা অবিচ্ছিন্নভাবে বৃদ্ধি পাচ্ছে; শক্তি ও খাদ্য সুরক্ষার ভিত্তি অবিচ্ছিন্নভাবে একীভূত হয়েছে; এবং উচ্চমানের উন্নয়নের অনেকগুলো হাইলাইট দেখা যাচ্ছে। হলুদ নদী অববাহিকায় পরিবেশগত রক্ষাকাজ এবং উচ্চমানের উন্নয়ন একটি উচ্চতর সূচনাবিন্দুতে পৌঁছেছে। একই সাথে, আমাদের অবশ্যই দেখতে হবে যে, এখনও অনেক সমস্যা রয়ে গেছে, যা সমাধান করা দরকার।

প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন, হলুদ নদী অববাহিকার পরিবেশগত রক্ষাকাজ ও সমন্বয়ের ধরণটি ক্রমাগত উন্নত করা এবং একটি শক্তিশালী জাতীয় পরিবেশগত সুরক্ষাব্যবস্থা গড়ে তোলা জরুরি। এ সম্পর্কে তিনি বলেন, ‘হলুদ নদী প্রশাসনের পদ্ধতিগতকরণ, অখণ্ডতা এবং সমন্বয়ের উপর আরও জোর দিতে হবে, যাতে অত্র এলাকায় প্রাকৃতিক পরিবেশ ব্যবস্থার স্থিতিশীল উন্নয়ন সম্ভব হয়।’

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn