চীনের জাতীয় কংগ্রেসের স্থায়ী কমিটিতে প্রবীণদের যত্নসংশ্লিষ্ট প্রতিবেদন পর্যালোচনা প্রসঙ্গ
প্রতিবেদনে বলা হয়েছে, শারীরিক বা মানসিক সক্ষমতা হারানো প্রবীণদের যত্নের বিষয়টি নতুন যুগে পরিষেবাব্যবস্থা গড়ে তোলার কেন্দ্রে রাখা উচিত। প্রবীণদের সংখ্যাবৃদ্ধি একটি জাতীয় সমস্যা। এ সমস্যা সমাধান দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সম্পর্কে মন্ত্রী লু বলেন,
“শারীরিক বা মানসিক সক্ষমতা হারানো প্রবীণদের যত্নে মনোনিবেশ করতে হবে; সামাজিক সুনিশ্চয়তা ও স্বাস্থ্য সহায়তার সাথে প্রবীণদের যত্নে সংশ্লিষ্ট পরিষেবাগুলোর সমন্বয়কে উত্সাহিত করতে হবে; চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের পথে এগিয়ে যাওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি ‘প্রবীণ যত্ন পরিষেবা ব্যবস্থা’ গড়ে তুলতে হবে। প্রবীণদের যত্নে স্মার্ট প্রযুক্তির প্রয়োগ ও এ খাতে গবেষণাকাজকে এগিয়ে নিতে হবে।”
শিশু যত্ন পরিষেবা ছোট বাচ্চাদের স্বাস্থ্যকর বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। এটি সমাজের দীর্ঘমেয়াদী সুষম বিকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়ক ব্যবস্থাও বটে। অনেক জায়গায় জরিপ করে দেখা গেছে যে, তিন বছরের কম বয়সী শিশুদের যত্নে ৩০ শতাংশেরও বেশি পরিবারে পর্যাপ্ত ব্যবস্থা নেই। এর জন্য বিভিন্ন ফ্যাক্টর দায়ী। আর গোটা দেশে মাত্র ৭.৮৬ শতাংশ পরিবারে শিশুরা প্রকৃত যত্ন পেয়ে থাকে।
চীনা কমিউনিস্ট পার্টির কুড়িতম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে জোর দিয়ে বলা হয়েছে যে, শিশু যত্ন পরিষেবা ব্যবস্থা গড়ে তোলার কাজ জোরদার করতে হবে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে শিশুযত্নকেন্দ্র গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।