প্রসঙ্গ: ১৭তম গ্রীষ্মকালীন প্রতিবন্ধী অলিম্পিক গেমস
আন্তর্জাতিক প্রতিবন্ধী অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট বলেন, “প্যারালিম্পিয়ানগণ, আপনারা এই সেরা মঞ্চের তারকা। আপনারা আমাদেরকে একটি অভিন্ন বিশ্বের স্বপ্ন দেখিয়েছেন।” তিনি আরও বলেন, “আপনাদের পারফরম্যান্স এ শহরকে আলোকিত করেছে, উজ্জ্বল করেছে। আপনারা আশা নিয়ে এখানে এসেছেন এবং ভবিষ্যতের ক্রীড়ানায়ক ও রোলমডেল হয়ে ফিরে যাচ্ছেন।”
চীনা প্রতিবন্ধী ভারোত্তোলক থান ইয়ু চিয়াওসহ আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির অ্যাথলেটস কমিটির নবনির্বাচিত ছয় জন সদস্যের উপস্থিতি ভ্যেনুর ২ সহস্রাধিক অতিথির মধ্যে উল্লাস ও আনন্দ সৃষ্টি করে। তাঁরা তাদের সাদরে বরণ করেন।
প্যারালিম্পিকের পতাকা পরের আয়োজক শহর লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাসের হাতে তুলে দেওয়ার আগে বেশ কয়েকজন প্রতিবন্ধীসহ আট জন নৃত্যশিল্পী মঞ্চের কেন্দ্রে তাদের দক্ষতা প্রদর্শন করেন।
যখন গেইনসবার্গের ‘আমি আপনাকে বলব যে, আমি চলে যাচ্ছি’ গানটি অলিম্পিকের মূল মশালের সামনে গাওয়া হয়, তখন সবাই উপলব্ধি করেন যে, প্যারিস প্যারালিম্পিক গেমস শেষ পর্যায়ে চলে এসেছে। বিদায় প্যারিস, স্বাগতম লস অ্যাঞ্জেলেস।