বাংলা

প্রসঙ্গ: ১৭তম গ্রীষ্মকালীন প্রতিবন্ধী অলিম্পিক গেমস

CMGPublished: 2024-09-09 15:25:17
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ৯: গতকাল (রোববার) সন্ধ্যায়, স্বর্ণপদকজয়ী ফরাসি নারী অরেলি অউবার্ট, অলিম্পিক মশাল নিভিয়ে দেন। আর এরই সাথে শেষ হয় ১৭তম প্যারিস প্যারালিম্পিক গেমস।

গত ২৮ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত, প্রায় ১৭০টি প্রতিনিধিদলের ৪ সহস্রাধিক ক্রীড়াবিদ প্যারিসে প্যারালিম্পিকের ২২টি ক্রীড়ার ৫৪৯টি ইভেন্টে অংশগ্রহণ করেন।

চীনা ক্রীড়া প্রতিনিধিদল ১৯টি ক্রীড়ার ৩০২টি ইভেন্টে অংশ নিয়ে ৯৪টি স্বর্ণপদক, ৭৬টি রৌপ্যপদক, ও ৫০টি ব্রোঞ্জপদক পেয়ে শীর্ষস্থান লাভ করে। এবার মোট ২২০টি পদক জিতে নেয় চীনের ক্রীড়াবিদরা। এ নিয়ে প্যারালিম্পিক গেমসের পদকতালিকায় টানা ছয় বার শীর্ষস্থান দখল করলো দেশটি। চীনা ক্রীড়াবিদরা সাঁতার, ট্র্যাক অ্যান্ড ফিল্ড, ভারোত্তোলন, ও সাইক্লিংসহ বিভিন্ন ক্রীড়া-ইভেন্টে ২০টি বিশ্বরেকর্ড স্থাপন করে।

উদ্বোধনী অনুষ্ঠানের বিপরীতে, প্যারিস প্যারালিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠান ফ্রান্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। পুরো সমাপনী অনুষ্ঠানটি ছিল একটি বড় পার্টির মতো। অনুষ্ঠানটি ফরাসি সংগীতশিল্পীদের বিভিন্ন পরিবেশনায় সমৃদ্ধ হয়। সমাপনী অনুষ্ঠানে বিখ্যাত ফরাসি গায়ক জনি হ্যালিডের বিখ্যাত গান ‘একটি ভালো জীবনের জন্য’ আরেকজন ফরাসি গায়ক পরিবেশন করেন।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্‌খোঁ এবং আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির প্রেসিডেন্ট অ্যান্ড্রু পার্সন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে ফরাসি পতাকা উত্তোলন করা হয় এবং তখন কয়েক হাজার মানুষ একসঙ্গে কোরাস গেয়ে ওঠেন।

প্যারালিম্পিক কমিটির সাংগঠনিক কমিটির প্রেসিডেন্ট তাঁর বক্তৃতায় একাধিকার ক্রীড়াবিদদেরকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘প্রতিটি প্রতিযোগিতার মাধ্যমে আপনারা আরও বেশি লোককে আকৃষ্ট করেন, আপনাদের প্রতিটি সাফল্য পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। আপনাদের প্রতিটি উদ্দীপনা, প্রতিটি কান্না, ও প্রতিটি অগ্রসর হৃদয়, প্রতিবন্ধী ক্রীড়া ও প্রতিবন্ধীদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে। আপনাদেরকে ধন্যবাদ জানাই।”

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn