চীন-আফ্রিকা সহযোগিতা বেইজিং ফোরামের শীর্ষ সম্মেলন ২০২৪-এর স্বাগত অনুষ্ঠান আয়োজিত
সেপ্টেম্বর ৫: হাজার বছরের প্রাচীন রাজধানী বেইজিং আবারও চীন-আফ্রিকা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ মুহূর্ত প্রত্যক্ষ করেছে।
গতকাল (বুধবার) সন্ধ্যায়, প্রেসিডেন্ট সি চিন পিং এবং তাঁর স্ত্রী মাদাম ফেং লিইউয়ান চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম ২০২৪-এর বেইজিং শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনে আসা আফ্রিকান ও আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিদের স্বাগত জানাতে বেইজিংয়ের গণ-মহাভবনে একটি ভোজসভার আয়োজন করেন।
২০০৬ বেইজিং শীর্ষ সম্মেলন, ২০১৫ জোহানেসবার্গ শীর্ষ সম্মেলন এবং ২০১৮ বেইজিং শীর্ষ সম্মেলনের পরে এই শীর্ষ সম্মেলনটি চতুর্থবারের মতো চীন-আফ্রিকা সহযোগিতার ফোরামটি একটি শীর্ষ সম্মেলন আকারে অনুষ্ঠিত হয়েছে। এটি সাম্প্রতিক বছরগুলিতে চীনের অনুষ্ঠিত বৃহত্তম ইভেন্ট এবং সর্বাধিক বিদেশি নেতা এতে উপস্থিত ছিলেন।
সেদিন সন্ধ্যা ৬টা ৪০মিনিটে, প্রেসিডেন্ট সি চিন পিং এবং তাঁর স্ত্রী ফেং লিইউয়ান নর্থ হলে আসেন এবং শীর্ষ সম্মেলনে যোগদানকারী আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিদের উষ্ণ অভ্যর্থনা জানান।
কঙ্গো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ডেনিস সাসু-এনগুয়েসো, জিবুতির প্রেসিডেন্ট ইসমাইল ওমর গুলেহ এবং নিরক্ষীয় গিনির প্রেসিডেন্ট তেওডোরো ওবিয়াং এনগুয়েমা এমবাসোগো এর মতো পুরানো বন্ধুরা আগের তিনটি শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছিলেন। এ ছাড়া মালির প্রেসিডেন্ট অসিমি গোইটা, সেনেগালের প্রেসিডেন্ট বাসিরু দিওমায়ে ফায়ে এবং চাদের প্রেসিডেন্ট মুসা ফকি মহামতসহ প্রেসিডেন্ট হিসেবে আফ্রিকার নেতারাও প্রথমবারের মতো এসেছিলেন।
প্রেসিডেন্ট সি চিন পিং এবং তাঁর স্ত্রী ফেং লিইউয়ান আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিদের সাথে একটি গ্রুপ ছবি তোলেন, নতুন যুগে এবং নতুন যাত্রায় চীন ও আফ্রিকার একটি "পারিবারিক প্রতিকৃতি" তৈরি হয়েছে।