বাংলা

চীন-আফ্রিকা সহযোগিতা বেইজিং ফোরামের শীর্ষ সম্মেলন ২০২৪-এর স্বাগত অনুষ্ঠান আয়োজিত

CMGPublished: 2024-09-05 14:31:41
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ৫: হাজার বছরের প্রাচীন রাজধানী বেইজিং আবারও চীন-আফ্রিকা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ মুহূর্ত প্রত্যক্ষ করেছে।

গতকাল (বুধবার) সন্ধ্যায়, প্রেসিডেন্ট সি চিন পিং এবং তাঁর স্ত্রী মাদাম ফেং লিইউয়ান চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম ২০২৪-এর বেইজিং শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনে আসা আফ্রিকান ও আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিদের স্বাগত জানাতে বেইজিংয়ের গণ-মহাভবনে একটি ভোজসভার আয়োজন করেন।

২০০৬ বেইজিং শীর্ষ সম্মেলন, ২০১৫ জোহানেসবার্গ শীর্ষ সম্মেলন এবং ২০১৮ বেইজিং শীর্ষ সম্মেলনের পরে এই শীর্ষ সম্মেলনটি চতুর্থবারের মতো চীন-আফ্রিকা সহযোগিতার ফোরামটি একটি শীর্ষ সম্মেলন আকারে অনুষ্ঠিত হয়েছে। এটি সাম্প্রতিক বছরগুলিতে চীনের অনুষ্ঠিত বৃহত্তম ইভেন্ট এবং সর্বাধিক বিদেশি নেতা এতে উপস্থিত ছিলেন।

সেদিন সন্ধ্যা ৬টা ৪০মিনিটে, প্রেসিডেন্ট সি চিন পিং এবং তাঁর স্ত্রী ফেং লিইউয়ান নর্থ হলে আসেন এবং শীর্ষ সম্মেলনে যোগদানকারী আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিদের উষ্ণ অভ্যর্থনা জানান।

কঙ্গো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ডেনিস সাসু-এনগুয়েসো, জিবুতির প্রেসিডেন্ট ইসমাইল ওমর গুলেহ এবং নিরক্ষীয় গিনির প্রেসিডেন্ট তেওডোরো ওবিয়াং এনগুয়েমা এমবাসোগো এর মতো পুরানো বন্ধুরা আগের তিনটি শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছিলেন। এ ছাড়া মালির প্রেসিডেন্ট অসিমি গোইটা, সেনেগালের প্রেসিডেন্ট বাসিরু দিওমায়ে ফায়ে এবং চাদের প্রেসিডেন্ট মুসা ফকি মহামতসহ প্রেসিডেন্ট হিসেবে আফ্রিকার নেতারাও প্রথমবারের মতো এসেছিলেন।

প্রেসিডেন্ট সি চিন পিং এবং তাঁর স্ত্রী ফেং লিইউয়ান আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিদের সাথে একটি গ্রুপ ছবি তোলেন, নতুন যুগে এবং নতুন যাত্রায় চীন ও আফ্রিকার একটি "পারিবারিক প্রতিকৃতি" তৈরি হয়েছে।

আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, চীন-আফ্রিকা মৈত্রী ক্রমাগত উন্নত হবে এবং সময়ের সাথে সাথে আরও শক্তিশালী হয়েছে।

ভোজ শেষে প্রেসিডেন্ট সি চিন পিং এবং তাঁর স্ত্রী ফেং লিইউয়ান বিশিষ্ট অতিথিদের সাথে পার্ফরমেন্স উপভোগ করেছেন।

লাফিয়ে ও প্রাণবন্ত ড্রামবাজের সাথে, চীনা ও আফ্রিকান নৃত্যশিল্পীরা তাদের নিজ নিজ জাতীয় পোশাক পরে মঞ্চে উপস্থিত হয়েছিল। "ড্রামস এন্ড ড্যান্স"-এর একটি মিটিংয়ে আফ্রিকান ড্রামিং এবং চীনের শায়ানসি থেকে আনসাই কোমরের ড্রাম একত্রিত করা হয়েছে, যা প্রাণবন্ত, আনন্দময় ও উত্সবমুখর।

নৃত্য হল মানুষের আবেগের যোগাযোগ এবং চীন-আফ্রিকা বন্ধুত্বের সাক্ষী। ৫০ বছরেরও বেশি আগে, গণপ্রজাতন্ত্রী চীন জাতিসংঘে তার আইনী আসন পুনরায় শুরু করেছিল এবং জাতিসংঘে আফ্রিকান দেশগুলির অনেক স্থায়ী প্রতিনিধি নাচ ও উল্লাস করেছিলেন। ২০১৩ সাল থেকে প্রেসিডেন্ট সি চিন পিং পাঁচবার আফ্রিকা সফর করেছেন। প্রতিবারই স্থানীয় জনগণ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানাতে গান গেয়েছিল এবং নাচ করেছিল। গত ১১ বছরে চীন ও আফ্রিকার "বেল্ট অ্যান্ড রোড" যৌথভাবে নির্মিত প্রকল্পগুলির উদ্বোধনী অনুষ্ঠানে, লোকেরা গান গেয়েছিল এবং নাচ করেছিল, একটি ভাল নতুন জীবনের জন্য তাদের আশা প্রকাশ করেছিল...

এরপর মঞ্চের মূল পর্দায়, চীন-আফ্রিকা বন্ধুত্বের সাক্ষ্য বহনকারী ৫৪টি সহযোগিতা প্রকল্প ক্রমানুসারে উপস্থাপন করা হয়। চীনের ছিংহাইতে চীন-কঙ্গো ফ্রেন্ডশিপ প্রাইমারি স্কুল, মাদাগাস্কারের হাইব্রিড চাল, সাও টোমে এন্ড প্রিন্সেপে কৃষি দারিদ্র্য বিমোচন গ্রাম, এবং আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর ভবন...

প্রেসিডেন্ট সি চিন পিং যেমন তাঁর টোস্টে বলেছেন: "২৪ বছর আগে, নতুন শতাব্দীর শুরুতে চীন-আফ্রিকা সহযোগিতার ফোরাম তৈরি হয়েছিল। এই গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মের উপর নির্ভর করে, আমরা রাস্তা, রেল, স্কুল, হাসপাতাল, শিল্প পার্ক এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণে একসঙ্গে কাজ করেছি। যা অগণিত মানুষের জীবন ও ভাগ্য পরিবর্তন করেছে।

Share this story on

Messenger Pinterest LinkedIn