বাংলা

আরও গভীর ‘চীন-আফ্রিকা সহযোগিতা’ প্রত্যাশা করে আন্তর্জাতিক মিডিয়া

CMGPublished: 2024-09-04 17:02:14
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

“এবার চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামে, ক্যামেরুনের প্রেসিডেন্ট তার সাথে অনেক মন্ত্রীকে নিয়ে এসেছেন। পরিবহনমন্ত্রী পরিবহন খাতে চীনের সঙ্গে সহযোগিতা চাইবেন, খনি মন্ত্রী খনি খাতে চীনের সঙ্গে সহযোগিতা চাইবেন। পররাষ্ট্রমন্ত্রী চীনের সঙ্গে ক্যামেরুনের সম্পর্ক উন্নয়ন অব্যাহত রাখবেন।”

২০০০ সালে প্রতিষ্ঠার পর থেকে, চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম চীন ও আফ্রিকার জনগণের জন্য অভিন্ন সমৃদ্ধি এবং টেকসই উন্নয়ন অর্জনের উপর দৃষ্টি নিবদ্ধ করেছে। যৌথ আলোচনা, যৌথ নির্মাণ এবং শেয়ারিংয়ের নীতি মেনে চলে চীন ও আফ্রিকার যৌথ আলোচনার প্ল্যাটফর্ম কার্যকর রাখা এবং বাস্তবসম্মত সহযোগিতার একটি কার্যকর ব্যবস্থা। ইবেনেজার বলেন যে, চীনের সঙ্গে জয়-জয় সহযোগিতা মডেলটি ক্যামেরুনের মানুষের জন্য বাস্তব সুবিধা এনেছে এবং আফ্রিকা ও চীনের জনগণকে উপকৃত করেছে। তিনি বলেন,

‘আমরা চীনের সঙ্গে সহযোগিতার মডেল পছন্দ করি, কারণ এটি একটি জয়-জয় পরিস্থিতি, যার কোনো অতিরিক্ত শর্ত নেই। অতএব, আমরা ভবিষ্যতে আরও উন্নয়নের খাতে নতুন সহযোগিতা আশা করি। উদাহরণস্বরূপ, আমরা যদি এই ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা করতে পারি, তবে ক্যামেরুনের লোকেরা অনেক বেশি খুশি হবে।”

শীর্ষ সম্মেলনের কভারেজের প্রতি মনোযোগী এবং অংশগ্রহণকারী বিদেশি সাংবাদিকরা শুধুমাত্র আফ্রিকান মিডিয়া রিপোর্টার নন। রিপোর্টার রিম রাবি, যিনি শীর্ষ সম্মেলনের প্রেস সেন্টারে ব্যস্ত সময় কাটান, তিনি সিরিয়ার আল-বাথ সংবাদপত্র থেকে এসেছেন। তিনি বলেন, "আমি এখানে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামে রিপোর্ট করতে এসেছি। আমি চীন ও আফ্রিকার মধ্যে অর্থনৈতিক উন্নয়ন ও সহযোগিতা দেখার অপেক্ষায় আছি এবং 'বেল্ট অ্যান্ড রোড' উদ্যোগের একটি সহ-নির্মাণকারী দেশ হিসেবে সিরিয়াও উপকৃত হবে।"

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn