আরও গভীর ‘চীন-আফ্রিকা সহযোগিতা’ প্রত্যাশা করে আন্তর্জাতিক মিডিয়া
সেপ্টেম্বর ৪: ‘চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের শীর্ষ সম্মেলন ২০২৪’ ৪ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত বেইজিংয়ে অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত শীর্ষ সম্মেলনে ৩ হাজারেরও বেশি চীনা ও বিদেশি সাংবাদিক নিবন্ধন করেছেন, যা চীন-আফ্রিকা ফোরামের একটি নতুন রেকর্ড। ফোরাম সম্মেলনের প্রেস সেন্টারে বিভিন্ন দেশের সাংবাদিকরা তাদের প্রতিবেদনে চীন-আফ্রিকা সহযোগিতার কৃতিত্বের উপর ফোকাস করেন এবং তারা চীন-আফ্রিকা সহযোগিতা আরও গভীর করতে চান। তারা ‘চীনের সঙ্গে সহযোগিতার মডেল’ পছন্দ করেছেন।
গতকাল (মঙ্গলবার) ২০২৪ সালে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের শীর্ষ সম্মেলনের সংবাদ কেন্দ্রে, চায়না মিডিয়া গ্রুপের গ্লোবাল ইনফরমেশন ব্রডকাস্টিংয়ে সাক্ষাত্কার নেওয়া অনেক বিদেশি মিডিয়া রিপোর্টার শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য এবং চীন ও আফ্রিকার সহযোগিতা আরও জোরদার করার প্রতি তাদের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
জিবুতির "দ্য নেশন"-এর প্রধান সম্পাদক আরতেহ আবদুরাহিম আবদিল্লাহি চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের শীর্ষ সম্মেলনে প্রথমবারের মতো রিপোর্ট করেছেন। তিনি বলেন যে, চীন জিবুতিকে তিনটি বন্দর নির্মাণে সহায়তা করেছে এবং তিনি অবকাঠামো নির্মাণের খাতে জিবুতি ও চীনের মধ্যে সহযোগিতা অব্যাহতভাবে জোরদার করতে চান। তিনি বলেন,
“আদ্দিস আবাবা-জিবুতি রেলপথ নির্মাণে সহায়তা করেছে চীন।
এটি আফ্রিকার প্রথম ট্রান্সন্যাশনাল বিদ্যুতায়িত রেলপথ, যা ইথিওপিয়া ও জিবুতিকে সংযুক্ত করেছে, বাণিজ্য সহজ ও আরও সুবিধাজনক করেছে। বেশ কয়েকদিন যাত্রার সময় এখন মাত্র ৪ ঘণ্টায় সম্পন্ন হয়। এই রেলপথ যাত্রী ও মালামাল উভয়ের জন্যই সহজে তাদের গন্তব্যে পৌঁছানো সম্ভব করেছে এবং এ কারণে ভবিষ্যত্ও পরিবর্তন হচ্ছে।”
ক্যামেরুনের "প্রেসিডেন্সিয়াল রিপাবলিক টেলিভিশন" (পিআরসি টিভি) থেকে এবেনেজার মোতালে জানান যে, ক্যামেরুন ২০১৮ সাল থেকে চীনের সাথে অনেকগুলি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। ক্যামেরুন ও চীনের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক ক্ষেত্রে আরও সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে। তিনি বলেন,