বাংলা

সি’র দূরদর্শী ভাবনা: চীন-আফ্রিকা সহযোগিতার উজ্জ্বল ভবিষ্যত তারুণ্যের শক্তিতে

CMGPublished: 2024-09-01 17:17:48
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

২০২৩ সালে, ডারবানের ইনস্টিটিউটের ৫০ জন ফ্যাকাল্টি সদস্য এবং ছাত্র প্রেসিডেন্ট সি’কে একটি যৌথ চিঠি লেখেন, তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং আফ্রিকান যুবকদের তাদের স্বপ্নের পথে এগিয়ে যেতে আরও সুযোগ দেওয়ার জন্য সি এবং চীনা সরকারকে ধন্যবাদ জানান।

চিঠির উত্তরে, সি তাদের প্রায়ই চীন সফর করতে এবং চীন-আফ্রিকা বন্ধুত্ব ও সহযোগিতার উন্নয়নে অবদান রাখার জন্য চীনা ভাষার ভালো দখল অর্জনের পাশাপাশি চীন সম্পর্কে গভীর বোঝাপড়া গড়ে তুলতে উত্সাহিত করেন।

২০১৮ চীন-আফ্রিকা বেইজিং শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময়, সি তাঁর আত্মবিশ্বাস ব্যক্ত করেন যে চীন-আফ্রিকা বন্ধুত্বের রিলেকাঠি এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেয়া হবে এবং চীন ও আফ্রিকা একসাথে কাজ করে, একটি অভিন্ন ভবিষ্যতের প্রাণবন্ত সম্প্রদায় গড়ে তুলবে।

মাহমুদ হাশিম

সিএমজি বাংলা, বেইজিং।

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn