বাংলা

প্যারালিম্পিক গেমস ক্রীড়াবিদের অদম্য চেতনার সাক্ষী

CMGPublished: 2024-08-28 14:49:15
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

শুরুর দিকে অংশগ্রহণকারী কম ও ইভেন্টগুলো সহজ থেকে এখন বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ ক্রীড়া ইভেন্ট পর্যন্ত প্যারালিম্পিকের অব্যাহত উন্নয়ন হচ্ছে এবং আত্ম-উন্নতি, কঠোর পরিশ্রম, ঐক্য ও বন্ধুত্বের চেতনা প্রচার করে।

১৯৮৭ সালের নিউইয়র্ক প্যারালিম্পিক গেমসে চীনা ক্রীড়াবিদ পিং ইয়া লি ৪.২৮ মিটার স্কোর করে, বিশ্ব রেকর্ড ভেঙে করে লং জাম্পে স্বর্ণপদক জেতেন, যা চীনা প্যারালিম্পিক ক্রীড়া প্রতিনিধি দলের প্রথম স্বর্ণপদক। ১৯৮৮ সালের সিউ প্যারালিম্পিক গেমসে চীনা ক্রীড়া প্রতিনিধিদল ছিল মাত্র ৪৩ জনের, তবে তারা ট্র্যাক অ্যান্ড ফিল্ড, সাঁতার, টেবিল টেনিস ও শুটিং— এ ৪টি ইভেন্টে ১৭টি স্বর্ণপদক জিতেছে এবং ১১ বার বিশ্ব রেকর্ড ভেঙেছে। এরপর থেকে চীনা ক্রীড়া প্রতিনিধি দল ক্রমশ সামনে এগিয়েছে। ১৯৯২ সালে বার্সেলোনা প্যারালিম্পিক গেমসে চীন প্রথমবারের মত পদক তালিকায় এশিয়ার প্রথম স্থান দখল করে। ২০০৪ সালে এথেন্স প্যারালিম্পিক গেমস থেকে ২০২১ সালে টোকিও প্যারালিম্পিক গেমস পর্যন্ত চীন টানা ৫ বার স্বর্ণপদক ও মোট পদকের সংখ্যা প্রথম স্থান দখল করেছে। এসব পদকের পেছনে রয়েছে অনেক প্রতিবন্ধী ক্রীড়াবিদের কঠিন প্রশিক্ষণ ও বারবার নিজের সীমা ছাড়িয়ে যাওয়ার অদম্য আকাঙ্ক্ষা।

প্যারিস প্যারালিম্পিক গেমস আগামীকাল (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তারা আবার কঠোর পরিশ্রমের মাধ্যমে বিশ্বকে পারস্পরিক সাহায্য, বন্ধুত্ব, আত্ম-উন্নতি ও অলিম্পিক চেতনা প্রদর্শন করার জন্য অপেক্ষা করছে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn