২৪তম চীন আন্তর্জাতিক বিনিয়োগ ও বাণিজ্য মেলা বৈশ্বিক শিল্প সহযোগিতা প্ল্যাটফর্ম তৈরি করবে
তৃতীয়ত, আন্তর্জাতিক সহযোগিতাকে হাইলাইট করা। মেলাটিতে বিভিন্ন দেশের সরকারি বিভাগ, শিল্প সংস্থা ও উচ্চমানের কোম্পানি ব্যাপকভাবে আমন্ত্রণ জানানো হয়, এখন ৯০টিরও বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদল মেলায় অংশগ্রহণ নিশ্চিত করেছে। মেলার আয়োজন বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ বাস্তবায়ন করবে, ‘বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে’র আওতায় যৌথ নির্মাণে কাজ করবে।
ফুচিয়ান প্রদেশের ভাইস গভর্নর ওয়াং চিন ফু বলেন, এবারের মেলায় বিনিয়োগ প্রচার, শিল্প উদ্ভাবন ও উন্নয়ন এবং প্রকল্প ও মূলধন ডকিং— এ ৩টি থিমযুক্ত প্রদর্শনী হল স্থাপন করা হবে। প্রদর্শনী এলাকার স্থাপনে ‘বিনিয়োগ আকর্ষণ’, ‘বিদেশে বিনিয়োগ ও বিদেশি প্রকল্প গ্রহণ’ ‘বৈশ্বিক বাস্তব সহযোগিতা’ ইত্যাদি আলোচিত বিষয়কে কেন্দ্র করে দ্বিমুখী বিনিয়োগের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তৈরি করবে।
চলতি বছর হল চীনের প্রথম ব্যাচ জাতীয় অর্থনৈতিক উন্নয়ন এলাকা প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী। মেলার কেন্দ্রীয় প্রদর্শনী এলাকায় বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও চীনের বাহ্যিক বিনিয়োগের প্রধান পদক্ষেপ ও ফলাফল, জাতীয় অর্থনৈতিক উন্নয়ন এলাকা প্রতিষ্ঠার ৪০ বছরের অসামান্য অর্জন এবং বৈশ্বিক উন্নয়ন ও সহযোগিতায় চীনের কাজ ও অবদান প্রদর্শন করা হবে।
এবারের মেলায় বিশেষভাবে ৪৭ হাজার বর্গমিটারের শিল্প উদ্ভাবন ও উন্নয়ন প্রদর্শনী হল স্থাপন করা হবে, যা ব্রিক্স সহযোগিতা, শিল্প সরবরাহ চেইন উদ্ভাবন, নতুন মানের উত্পাদন শক্তি, সবুজ উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রকে কেন্দ্র করে, ব্রিক্স দেশগুলোর নতুন শিল্প বিপ্লব, ডিজিটাল অর্থনীতি, জাতীয় সরবরাহ চেইন উদ্ভাবন, নতুন জ্বালানি ও সবুজ উদ্ভাবন এবং আন্তর্জাতিক নিরাপত্তা প্রযুক্তি এ ৫টি বিশেষ প্রদর্শনী এলাকায় আঞ্চলিক বিনিয়োগ সহযোগিতা ফলাফল, শিল্প উদ্ভাবন ও উন্নয়নের নতুন প্রযুক্তি ও পণ্য, কৌশলগত উদীয়মান শিল্প এবং ভবিষ্যতে শিল্প উন্নয়নের প্রবণতা প্রদর্শন করা হবে।
লিং চি আরও পরিচয়ে করিয়ে বলেন, এবারের মেলায় অনেক আন্তর্দেশীয় কোম্পানি অংশগ্রহণ করার পাশাপাশি অনেক শিল্পের শীর্ষস্থানীয় কোম্পানিকে আকর্ষণ করেছে। মেলার বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে সব অংশগ্রহণকারীদেরকে ‘চীনে বিনিয়োগের’ বিপুল সম্ভাবনা প্রদর্শন করা হবে।