২৪তম চীন আন্তর্জাতিক বিনিয়োগ ও বাণিজ্য মেলা বৈশ্বিক শিল্প সহযোগিতা প্ল্যাটফর্ম তৈরি করবে
২৪তম চীন আন্তর্জাতিক বিনিয়োগ ও বাণিজ্য মেলা ৮ থেকে ১১ সেপ্টেম্বর চীনের ফুচিয়ান প্রদেশের সিয়ামেন শহরে অনুষ্ঠিত হবে। এবারের মেলার প্রতিপাদ্য হল ‘বিনিয়োগের মাধ্যমে বিশ্বকে সংযুক্ত করা’। গতকাল (সোমবার) রাষ্ট্রীয় পরিষদের সংবাদ কার্যালয় একটি সংবাদ সম্মেলন আয়োজন করে মেলার প্রাসঙ্গিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করে।
চীনের বাণিজ্য উপমন্ত্রী ও উপ-আন্তর্জাতিক বাণিজ্য প্রতিনিধি লিং চি বলেন, এবারের মেলায় ধারাবাহিক আন্তর্জাতিক ও পেশাদার বিনিয়োগ প্রচার অনুষ্ঠান আয়োজন করা হবে, বিনিয়োগ ও সহযোগিতার নতুন মডেল অন্বেষণ করা হবে, বৈশ্বিক শিল্প সহযোগিতা প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার চেষ্টা করবে। এবারের মেলার প্রধান তিনটি বৈশিষ্ট্যের পরিচয় তুলে ধরেন তিনি।
প্রথমত, আন্তর্জাতিক বিনিয়োগকে হাইলাইট করা। মেলায় ‘চীনে বিনিয়োগ’ এই প্রধান বিষয় কেন্দ্র করে ধারাবাহিক ‘অত্যাধুনিক ও বিশেষায়িত’ বিনিয়োগ প্রচার কার্যক্রমের পরিকল্পনা করা হবে। অংশগ্রহণকারীরা যাতে আরও ভালোভাবে বিনিয়োগ বিষয়ে আলোচনা করতে পারেন সেজন্য মেলায় ২৬ হাজার বর্গমিটারের প্রদর্শনী হল বিশেষভাবে নকশা করা হয়েছে। সেখানে ৪দিনব্যাপী মেলায় প্রায় ৫০টি বিভিন্ন রকমের অনুষ্ঠান আয়োজন করা হবে।
দ্বিতীয়ত, পেশাদার ডকিং হাইলাইট করা। মেলায় সম্পূর্ণরূপে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা পালন করা হবে, আরও বেশি নেতৃস্থানীয় আন্তর্জাতিক আর্থিক মূলধন সংস্থা আকর্ষণ করা হবে, বিভিন্ন ধরনের আর্থিক মূলধন বিনিয়োগ প্রচার কার্যক্রম পরিকল্পনা করা হবে। বর্তমান তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, নতুন জ্বালানি, জীবন ও স্বাস্থ্য, সরঞ্জাম উত্পাদন ইত্যাদি ক্ষেত্রে প্রায় ৪০০টিরও বেশি অর্থায়ন তথ্য সংগ্রহ করা হয়েছে এবং অনলাইন ও অফলাইন চ্যানেলের মাধ্যমে প্রকল্প ও অর্থের ডকিং সহযোগিতা প্রচার করা হবে।