প্যারিস অলিম্পিক গেমসে চীনা খেলোয়াড়দের পারফর্মেন্স কেন বিশ্বজুড়ে জনপ্রিয়?
চীনা খেলোয়াড়দের মধ্যে অনেক তরুণ-তরুণীর চেহারা বিশ্ববাসীদের মনে গভীর ছাপ ফেলেছে। তরুণ খেলোয়াড়রা ইতোমধ্যে চীনা খেলোয়াড়দের ভিত্তিতে পরিণত হয়েছে। তাদের থেকে বিশ্ববাসী চীনা তরুণদের আত্ববিশ্বাস, উন্মুক্ত মন, ইতিবাচক ও আশাবাদী চেতনা ও মনোভাব দেখতে পারেন।
ব্রিটেনের ফিনান্সিয়াল টাইমস পত্রিকার এক সংবাদে বলা হয়, একটি দেশের ক্রীড়ার সাফল্যের পিছনে, সে দেশের ব্যাপক সুবিধা দেখা যায়।’ চীনের ক্রীড়ার উচ্চ মানের কারণ কি? অনেক বিশ্লেষক মনে করেন, এর পেছনে চীনের সার্বিক জাতীয় শক্তির অব্যাহত উন্নতি-সহ একাধিক কারণ আছে। আসলে সব সাফল্য অর্জন সহজ নয়। এসব উপাদানের কারণে, এবারের প্যারিস অলিম্পিক গেমসে চীনা খেলোয়াড়রা ভালো খেলা দেখাতে পেরেছেন।
বিশ্বের সবচেয়ে উচ্চ মানের ক্রীড়া প্রতিযোগিতার মঞ্চ হিসেবে, প্রতিযোগিতা ছাড়া ,অলিম্পিক গেমসের আরও বেশি চেতনা রয়েছে। তা হলো ‘একতা ও বন্ধুত্বের প্রতীক, সভ্যাতাগুলোর মধ্যে পারস্পরিক শিক্ষার একটি মডেল’। যা মানবজাতির শান্তি, একতা, উন্নতি বাস্তবায়নের সুন্দর ইচ্ছার বহিঃপ্রকাশ।
বিশ্বের জন্য, অলিম্পিক গেমস হচ্ছে চীনের উন্নয়ন ও পরিবর্তন প্রকাশ করার একটি জানালা। ১৯৮৪সালে চীনের ক্রীড়া প্রতিনিধি দল প্রথম অলিম্পিক স্বর্ণপদক জয় করেন। এরপর থেকে ২০২৪ সালে চীনা খেলোয়াড় দল অলিম্পিক গেমসের স্বর্ণপদক জয়ে প্রথম স্থানে উঠে এসেছে। এই ৪০ বছরে, অলিম্পিক গেমস প্রত্যক্ষ করেছে চীনের ক্রীড়ার অগ্রগতি, দেশের সার্বিক জাতীয় শক্তির অব্যাহত উন্নতি এবং অলিম্পিক আন্দোলন উন্নয়নে চীনের গুরুত্বপূর্ণ অবদান। ভবিষ্যতের ক্রীড়া মাঠে, অলিম্পিক চেতনা প্রচার, বিশ্বের শান্তি ও একতা এগিয়ে নেওয়ার জন্য চীন আরও চেষ্টা করবে এবং মানবসভ্যতার অগ্রগতির জন্য চীন আরও মেধা ও শক্তি দিয়ে অবদান রাখবে।