প্যারিস অলিম্পিক গেমসে চীনা খেলোয়াড়দের পারফর্মেন্স কেন বিশ্বজুড়ে জনপ্রিয়?
অগাস্ট ১৩: ১৯ দিনব্যাপী ২০২৪ সালের প্যারিস অলিম্পিক গেমস ১১ অগাস্ট শেষ হয়েছে। চীনা ক্রীড়া প্রতিনিধি দল এতে মোট ৪০টি স্বর্ণপদক, ২৭টি রৌপ্যপদক এবং ২৪টি ব্রোঞ্জপদক পেয়েছে। যা একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এটা হলো চীনা ক্রীড়া চেতনা ও অলিম্পিক চেতনার বহিঃপ্রকাশ। পাশাপাশি বিশ্বব্যাপী তার জনপ্রিয়তাও অনেক উঁচু।
চীনা ক্রীড়া প্রতিনিধি দলের এ ১৯ দিনের অলিম্পিক যাত্রাকে একটি মৌলিক কথা দিয়ে চিহ্নিত করা যায়। তা হলো ‘রেকর্ড সৃষ্টি’। চীনের ডাইভিং দল প্রথমবারের মতো এ ইভেন্টের সবগুলো অর্থাৎ, ৮টি স্বর্ণ জয় করেছে। চীনের টেবিল টেনিস দল প্রথমবার এই ইভেন্টের সবগুলো অর্থাৎ ৫টি স্বর্ণ অর্জন করেছে। চীনের ভারোত্তোলন দল ৫টি স্বর্ণপদক জয় করেছে। দেশের শুটিং দলও একটি নতুন ঐতিহাসিক রেকর্ড সৃষ্টি করেছে…চীনের ঐতিহ্যবাহী ৬টি শক্তিশালী ইভেন্টে মোট ২৭টি স্বর্ণপদক অর্জিত হয়েছে দেশের খেলোয়াড়দের মাধ্যমে। যা মোট স্বর্ণপদকের ৬৭.৫ শতাংশ।
এ ছাড়া, চীনা ক্রীড়া প্রতিনিধি দল একাধিক ইভেন্টেও নতুন ইতিহাস সৃষ্টি করেছে। প্রথমবার নারী টেনিসের স্বর্ণপদক জয় করেছে; পুরুষদের ৪০০ মিটার সাঁতার রিলে প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করেছে। এ ইভেন্টে ৪০ বছর ধরে যুক্তরাষ্ট্র শীর্ষস্থানে ছিল; সিংক্রোনাইজড সাঁতার, রিদমিক জিমন্যাস্টিকস, ফ্রি-স্টাইল বিএমএক্স-সহ একাধিক ইভেন্টে প্রথমবারের মতো স্বর্ণপদক পেয়েছে চীন। ‘আরো দ্রুত, আরো উঁচু, আরো শক্তিশালী,একসংগে’ অলিম্পিক চেতনার আলোকে, চীনা ক্রীড়া প্রতিনিধি দল অলিম্পিক আন্দোলনে নতুন প্রাণশক্তি যুগিয়েছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকখোঁ সিএমজিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, একাধিক ইভেন্টে চীন যে সাফল্য অর্জন করেছে, তাতে প্রমাণ হয় যে, চীনের উচ্চ মানের খেলোয়াড় উন্নয়নের সক্ষমতা আছে। পাশাপাশি, মানুষকে তা অনুপ্রাণিত করতে পারে। ‘অবিশ্বাস্য’, ‘বিস্ময়কর’…আন্তর্জাতিক সামাজিক যোগাযোগে মাধ্যমে, নেটিজেনরাও চীনা ক্রীড়াবিদের পারফরমেন্সের দারুণ প্রশংসা করেছেন।