বাংলা

অর্থনীতিতে নোবেল জয়ী এরিক মাসকিন সিএমজিকে সাক্ষাৎকার দিয়েছেন

CMGPublished: 2024-08-12 22:20:15
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আগস্ট ১২: অর্থনীতিতে নোবেলজয়ী এরিক মাসকিন চীনের সংস্কার, উন্মুক্তকরণ ও অর্থনীতি নিয়ে গভীর গবেষণা করেছেন। তিনি জানান, চীন অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। এরিক মাসকিন সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ বা সিএমজিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। আমরা আজ এ বিষয়ে দৃষ্টি দেবো।

১৪ জুলাই মৌলিক বিজ্ঞানের আন্তর্জাতিক কংগ্রেস-২০২৪ বেইজিংয়ের ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়। এতে দেশ-বিদেশের আট শতাধিক পণ্ডিত অংশগ্রহণ করেছেন। এর মধ্যে অর্থনীতিতে নোবেলজয়ী এরিক মাসকিন রয়েছেন।

প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা অনুসারে, বিশ্বের উচ্চ মানের বৈজ্ঞানিক বিনিময়ের মঞ্চ প্রতিষ্ঠা এগিয়ে নেওয়া, মৌলিক বিজ্ঞান খাতের উন্মুক্তকরণ ও সহযোগিতা এগিয়ে নেওয়া এবং মানবজাতির বৈজ্ঞানিক সভ্যতার অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে মৌলিক বিজ্ঞানের আন্তর্জাতিক কংগ্রেস কাজ করছে।

এবারের আন্তর্জাতিক কংগ্রেস নিয়ে এরিক মাসকিন সিএমজির সঙ্গে কথা বলেন। তিনি মনে করেন, এবারের কংগ্রেসের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আন্তর্জাতিক রূপ। বর্তমান বিশ্বে রাজনৈতিক ও অর্থনৈতিক খাতে উত্তেজনা দিন দিন গুরুতর হচ্ছে। তবে বিজ্ঞান আমাদের একতাবদ্ধ করতে পারে। এ ছাড়া বিজ্ঞানও একতা প্রয়োজন। বিশ্বে চীন হোক, যুক্তরাষ্ট্র বা ইউরোপ হোক, প্রত্যেক দেশে অসাধারণ বিজ্ঞানী আছে। এবারের মৌলিক বিজ্ঞানের আন্তর্জাতিক কংগ্রেসে সব বিজ্ঞানী একত্রিত হয়েছে। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ছাড়া এবারের সম্মেলনের আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে তা আমাদের সচেতনতা দিয়েছে যে, মৌলিক বিজ্ঞানের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ইতিহাস আমাদের জানায়, সব মহান প্রযুক্তিগত অগ্রগতির ভিত্তি হচ্ছে মৌলিক বিজ্ঞান।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn