বাংলা

চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নে গণজীবিকা সবচে গুরুত্বপূর্ণ

CMGPublished: 2024-08-06 15:41:21
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অগাস্ট ৬: চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সি চিন পিং বলেন, “আধুনিকীকরণ শুধুমাত্র কাগজের সূচকের উপর নির্ভর করে না, বরং মানুষের সুখ ও মঙ্গলের উপর নির্ভর করে।”

এ বছরের শুরু থেকে, সাধারণ সম্পাদক সি চীনা বৈশিষ্ট্যময় আধুনিকীকরণের প্রচারের কৌশলগত উচ্চতা থেকে জনগণের জীবিকা নিশ্চিত ও উন্নত করার জন্য কার্যক্রম চালু করেছেন এবং সর্বদা জনগণকে কেন্দ্রে রাখার ওপর জোর দিয়েছেন, যাতে আধুনিকীকরণের ফলাফলগুলোতে সব মানুষ আরো বেশি এবং ন্যায়সঙ্গতভাবে উপকৃত হবেন।

সিয়ে চিয়া উয়েন রাস্তার মিন চু গ্রামের সম্প্রদায় হলো ছোংছিং শহরের একটি পুরানো সম্প্রদায়। ২০২২ সালের শুরু দিকে সম্প্রদায়ের পুনর্নির্মিত ও সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে এবং বর্তমানে এই সম্প্রদায়ের পরিবেশ একদম নতুন হয়েছে।

চলতি বছরের এপ্রিল মাসে সাধারণ সম্পাদক সি এখানে পরিদর্শনে এসেছিলেন। তিনি পার্টি ও গণসেবা কেন্দ্র এবং সম্প্রদায়ের ক্যান্টিনে হেঁটে যান এবং সবার সাথে সৌহার্দ্যপূর্ণ আলাপ করেন।

চলতি বছর গণ প্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী পালিত হবে। গত ৭৫ বছরে, দারিদ্র্য থেকে শুরু করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক সত্তা পর্যন্ত, অপর্যাপ্ত খাদ্য ও বস্ত্র থেকে শুরু করে সর্বক্ষেত্রে সচ্ছল সমাজ এবং সাধারণ সমৃদ্ধির দিকে অগ্রসর হওয়া পর্যন্ত, ‘জনগণ’ সর্বদাই পার্টি ও দেশের সকল কাজের সূচনা বিন্দু এবং লক্ষ্য।

চলতি বছর চীনে অনেক ভারী বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে এবং দীর্ঘকাল ধরে বন্যা ও দুর্যোগ চলেছে। কিছু জায়গায় রাস্তার ভূমিধস, বাঁধ ভেঙে যাওয়া, সেতু ভেঙে পড়া ইত্যাদি ঘটনার মোকাবেলা করে হতাহতের সংখ্যা কমিয়ে আনার এবং কার্যকরভাবে জনগণের জীবন ও সম্পত্তি সুরক্ষার জন্য সাধারণ সম্পাদক সি চিনপিং অবিলম্বে গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছেন।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn