চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নে গণজীবিকা সবচে গুরুত্বপূর্ণ
অগাস্ট ৬: চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সি চিন পিং বলেন, “আধুনিকীকরণ শুধুমাত্র কাগজের সূচকের উপর নির্ভর করে না, বরং মানুষের সুখ ও মঙ্গলের উপর নির্ভর করে।”
এ বছরের শুরু থেকে, সাধারণ সম্পাদক সি চীনা বৈশিষ্ট্যময় আধুনিকীকরণের প্রচারের কৌশলগত উচ্চতা থেকে জনগণের জীবিকা নিশ্চিত ও উন্নত করার জন্য কার্যক্রম চালু করেছেন এবং সর্বদা জনগণকে কেন্দ্রে রাখার ওপর জোর দিয়েছেন, যাতে আধুনিকীকরণের ফলাফলগুলোতে সব মানুষ আরো বেশি এবং ন্যায়সঙ্গতভাবে উপকৃত হবেন।
সিয়ে চিয়া উয়েন রাস্তার মিন চু গ্রামের সম্প্রদায় হলো ছোংছিং শহরের একটি পুরানো সম্প্রদায়। ২০২২ সালের শুরু দিকে সম্প্রদায়ের পুনর্নির্মিত ও সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে এবং বর্তমানে এই সম্প্রদায়ের পরিবেশ একদম নতুন হয়েছে।
চলতি বছরের এপ্রিল মাসে সাধারণ সম্পাদক সি এখানে পরিদর্শনে এসেছিলেন। তিনি পার্টি ও গণসেবা কেন্দ্র এবং সম্প্রদায়ের ক্যান্টিনে হেঁটে যান এবং সবার সাথে সৌহার্দ্যপূর্ণ আলাপ করেন।
চলতি বছর গণ প্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী পালিত হবে। গত ৭৫ বছরে, দারিদ্র্য থেকে শুরু করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক সত্তা পর্যন্ত, অপর্যাপ্ত খাদ্য ও বস্ত্র থেকে শুরু করে সর্বক্ষেত্রে সচ্ছল সমাজ এবং সাধারণ সমৃদ্ধির দিকে অগ্রসর হওয়া পর্যন্ত, ‘জনগণ’ সর্বদাই পার্টি ও দেশের সকল কাজের সূচনা বিন্দু এবং লক্ষ্য।
চলতি বছর চীনে অনেক ভারী বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে এবং দীর্ঘকাল ধরে বন্যা ও দুর্যোগ চলেছে। কিছু জায়গায় রাস্তার ভূমিধস, বাঁধ ভেঙে যাওয়া, সেতু ভেঙে পড়া ইত্যাদি ঘটনার মোকাবেলা করে হতাহতের সংখ্যা কমিয়ে আনার এবং কার্যকরভাবে জনগণের জীবন ও সম্পত্তি সুরক্ষার জন্য সাধারণ সম্পাদক সি চিনপিং অবিলম্বে গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছেন।
২৫ জুলাই, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটি বন্যা প্রতিরোধ এবং দুর্যোগ ত্রাণকাজ গবেষণার জন্য একটি সভার আয়োজন করে।
অভ্যন্তরীণ পরিদর্শন এবং গুরুত্বপূর্ণ সম্মেলনের সময় সাধারণ সম্পাদক সি অনেকবার জোর দিয়েছিলেন যে, আমাদের আরও বাস্তবসম্মত কাজগুলো করা উচিত, যা জনমতকে সন্তুষ্ট করে, জনগণের জীবিকাকে উপকৃত করে, জনগণের হৃদয়কে উষ্ণ করে এবং জনগণের জরুরি, কঠিন এবং উদ্বেগজনক সমস্যাগুলো দৃঢ়ভাবে সমাধান করে।
কর্মসংস্থান হল সবচে মৌলিক জীবিকা। মে মাসে সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো উচ্চমানের এবং পূর্ণ কর্মসংস্থানের প্রচারকে কেন্দ্র করে ১৪তম যৌথ অধ্যয়ন অধিবেশনের আয়োজন করে। সম্মেলনের সভাপতিত্ব করার সময় সাধারণ সম্পাদক সি জোর দিয়ে বলেন যে, সকল স্তরের পার্টি’র কমিটি এবং সরকারগুলোর কর্মসংস্থানকে জনগণের জীবিকার শীর্ষ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা উচিত, কর্মসংস্থানের গুণমান এবং পরিমাণের যুক্তিসঙ্গত বৃদ্ধির কার্যকর উন্নতিতে প্রচার চালিয়া যাওয়া এবং ক্রমাগত ব্যাপক শ্রমিকের লাভ, সুখ এবং নিরাপত্তা বোধ বৃদ্ধি করা উচিত।
প্রতিটি শিশু যাতে সুষ্ঠু ও মানসম্মত শিক্ষা উপভোগ করতে পারে সেজন্য সচেষ্ট হওয়া সাধারণ সম্পাদকের উদ্বেগের বিষয়। কুওলুও সিনিং সংখ্যালঘু জাতির মাধ্যমিক স্কুলে পরিদর্শনকালে সি শিশুদের বলেন, লেখাপড়ার সুযোগকে মূল্য দেওয়া উচিৎ।
মে মাসে, সাধারণ সম্পাদক সি শানতোং প্রদেশে পরিদর্শনের সময় রিচাও শহরের সানশাইন কোস্ট গ্রিনওয়েতে গিয়েছিলেন। একবার ক্ষতিগ্রস্ত উপকূলরেখা এবং উন্মুক্ত বর্জ্যভূমি পরিবেশগতভাবে পুনরুদ্ধার করা হয়েছে এবং ২০ কিলোমিটারেরও বেশি একটি গ্রিনওয়েতে পরিণত হয়েছে।
সি বলেন, নাগরিকদের চাহিদা মেটাতে গ্রিনওয়ে তৈরি করা একটি জনপ্রিয় সমর্থনের বিষয়। পরিবেশ ভালো হলে মানুষ প্রকৃত সুখের অনুভূতি পাবে। তিনি জোর দিয়েছিলেন যে, চীনা বৈশিষ্ট্যের আধুনিকীকরণের প্রচার করা হচ্ছে মানুষের জীবনকে উন্নত করা।