বাংলা

চীনের সংস্কারের নতুন পরিকল্পনা উন্মুক্তকরণের নতুন সুযোগ সৃষ্টি করেছে

CMGPublished: 2024-07-22 12:58:54
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বিশ্বকে চীন সুপার বিশাল বাজার দিয়েছে। তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে বলা হয়, বড় আকারের বাজারের সুবিধায়, আন্তর্জাতিক সহযোগিতায় উন্মুক্তকরণের সামর্থ্য বাড়ানো উচিত। তার মানে, চীন উন্মুক্তকরণের দরজা আরো খুলছে। চীনা বাজার বিশ্বের বড় বাজারে পরিণত হচ্ছে।

আরো গুরুত্বপূর্ণ বিষয় হল, চীনের অভ্যন্তরীণ বাণিজ্য নীতি আন্তর্জাতিক মানের সঙ্গে সংযুক্ত হচ্ছে, যাতে আরো উচ্চ মানের উন্মুক্ত ধরনের অর্থনৈতিক নতুন ব্যবস্থা স্থাপনের চাহিদা মেটানো যায়। তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে গৃহীত প্রস্তাবে বলা হয় যে, স্থিতিশীলভাবে ব্যবস্থাগত উন্মুক্তকরণ সম্প্রসারণ করতে হবে, বৈদেশিক পুঁজি বিনিয়োগ এবং পরিচালনা ব্যবস্থার সংস্কারকে গভীরতর করতে হবে। বিশ্লেষকরা মনে করেন যে, তার মানে চীনে ব্যবস্থাগত বাণিজ্যের ব্যয় আরো কমে যাবে, আন্তর্জাতিক বাণিজ্য এবং পুঁজি বিনিয়োগ আরো অবাধ ও সুবিধাজনক হবে। চীন আরো সক্রিয়ভাবে আন্তর্জাতিক অর্থনীতিতে যোগ দেবে।

উন্মুক্তকরণ প্রসারিত করতে, কেবল ‘আমন্ত্রণ জানানো’ নয় বরং চীনের ‘বাইরে যাওয়া’ উচিত। আজ, নতুন জ্বালানির যানবাহন, লিথিয়াম ব্যাটারি এবং ফটোভোলটাইক পণ্য প্রতিনিধিত্ব করা চীনের "তিনটি নতুন পণ্য" বিদেশের বাজারে জনপ্রিয়তা পাচ্ছে, যা বিশ্বের উচ্চ-মানের সরবরাহ বৃদ্ধি করে এবং স্থানীয় অর্থনীতির রূপান্তর ও উন্নয়ন প্রচার করে। চীনের ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ বিশ্বে ব্যাপক পরিবর্তন এনেছে। ১০ বছরেরও বেশি সময় ধরে, এই উদ্যোগটি বিশ্বের তিন-চতুর্থাংশেরও বেশি দেশ এবং ৩০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থাকে আকৃষ্ট করেছে, যা প্রায় এক ট্রিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ উদ্দীপিত করেছে। ‘প্রস্তাবে’ ‘এক অঞ্চল, এক পথ’-এর উচ্চ-মানের যৌথ নির্মাণের প্রচারের প্রক্রিয়া উন্নত করার এবং প্রধান ল্যান্ডমার্ক প্রকল্প এবং ‘ছোট কিন্তু সুন্দর’ জনগণের জীবিকা প্রকল্পের প্রচার খাত সমন্বয়ের জন্য প্রস্তাব করা হয়। এটি নিঃসন্দেহে বিশ্ব উন্নয়নে নতুন গতি আনবে এবং সব দেশের জনগণকে আরও সুবিধা দেবে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn