সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের ওপর বিশ্বের দৃষ্টি
জুলাই ১৫: আজকের চীন বিশ্বের সাথে ঘনিষ্ঠভাবে সংযুক্ত ও গভীরভাবে একীভূত। চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন আজ (সোমবার) বেইজিংয়ে শুরু হয়েছে, যা নতুন যুগে চীনের উচ্চমানের উন্নয়ন ও উন্মুক্তকরণ পর্যবেক্ষণ করার গুরুত্বপূর্ণ জানালা হিসেবে, বিশ্বব্যাপী সবার দৃষ্টি আকর্ষণ করেছে।
আন্তর্জাতিক সম্প্রদায় সাধারণভাবে বিশ্বাস করে যে, সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন চীনের সংস্কার আরও গভীর করা ও চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন প্রক্রিয়ার জন্য বেশ গুরুত্বপূর্ণ। তারা আরও বিশ্বাস করে যে, চীনের সংস্কার ও আধুনিকায়ন অস্থির ও বিশৃঙ্খল বিশ্বে মূল্যবান নিশ্চয়তা এনে দেবে, আরও বেশি উন্নয়নের সুযোগ সৃষ্টি করবে, এবং মানবজাতির অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধির জন্য আরও বেশি চীনা চালিকাশক্তি যোগাবে।
এই অধিবেশনকে, যুক্তরাষ্ট্রের কৌশলগত ও আন্তর্জাতিক ইস্যু গবেষণাকেন্দ্রে জুলাই মাসে অনুষ্ঠিত এক সেমিনারে, ‘সাম্প্রতিক বছরগুলোতে চীনের সবচেয়ে প্রত্যাশিত সম্মেলনগুলোর মধ্যে একটি’ বলে অভিহিত করা হয়।
সম্প্রতি ব্লুমবার্গ ‘যে কারণে চীনের তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ’ শীর্ষক এক প্রবন্ধে বলেছে: চীনের নিয়মিত সম্মেলনগুলোর মধ্যে আসন্ন তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন দেশটির অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে। আর এ কারণেই সবার দৃষ্টি এদিকে আকৃষ্ট হয়েছে।
বিবিসি ওয়েবসাইটে লেখা হয়েছে, তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন চীনা কমিউনিস্ট পার্টির ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ। সংস্কার ও উন্মুক্তকরণ প্রক্রিয়া শুরুর পর, সম্ভবত সিপিসি’র এই তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন চীনা অর্থনৈতিক উন্নয়নে সবচেয়ে বড় প্রভাব ফেলবে। অধিবেশনে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কারনীতি প্রণয়ন করা হবে বলে আশা করা হচ্ছে।