বাংলা

সি চিন পিংয়ের মধ্য-এশিয়া সফর: আঞ্চলিক সহযোগিতা ও উন্নয়নে তাৎপর্যপূর্ণ

CMGPublished: 2024-07-07 19:32:22
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সদ্য-সমাপ্ত মধ্য-এশিয়া সফর সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) উন্নয়নের দিকনির্দেশনা এবং আঞ্চলিক দেশগুলোর সাথে চীনের সু-প্রতিবেশীসুলভ সম্পর্ককে গভীরতর করার জন্য তাৎপর্যপূর্ণ। প্রতিবেশী দেশগুলোর মধ্যে একটি অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গড়ে তোলার ক্ষেত্রে প্রেসিডেন্ট সি’র এ সফরে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আস্তানায় এসসিওর রাষ্ট্রপ্রধানদের কাউন্সিলের ২৪তম বৈঠকে চীনের প্রেসিডেন্টের উপস্থিতি সম্পর্কে শনিবার বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এমন বিশ্লেষণ তুলে ধরেন। এসসিও সম্মেলনে যোগদানের পাশাপাশি প্রেসিডেন্ট সি কাজাখস্তান এবং তাজিকিস্তান সফর করেন।

প্রেসিডেন্ট সি এসসিও’র রাষ্ট্রপ্রধানদের কাউন্সিলের বৈঠকে এবং এসসিও প্লাস বৈঠকে যোগ দেন। তাঁকে উদ্ধৃত করে ওয়াং বলেন, এসসিও ইতিহাস, ন্যায্যতা ও ন্যায়বিচারের পক্ষে দাঁড়িয়েছে এবং বিশ্বের কাছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

চীনা প্রেসিডেন্ট, নিরাপত্তা নিশ্চিত করতে, উন্নয়নের অধিকার রক্ষা করতে, ঐক্যের শক্তিকে সুসংহত করতে এবং সংহতি ও পারস্পরিক আস্থা, শান্তি ও সমৃদ্ধি সমন্বিত একটি অভিন্ন অবস্থান গড়ে তোলার জন্য নতুন পরিস্থিতি ও চ্যালেঞ্জের মুখোমুখি এসসিওকে আহ্বান জানিয়েছেন।

বুধবার আস্তানায় প্রেসিডেন্ট ভবনে কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট সি।

চীন-কাজাখস্তান বন্ধুত্ব হাজার হাজার বছর ধরে প্রাচীন রেশমপথের সঙ্গে জড়িয়ে রয়েছে উল্লেখ করে সি বলেন, ৩২ বছরের সহযোগিতার পরে, তা স্থায়ী সার্বিক কৌশলগত অংশীদারিত্বের একটি উচ্চ স্তরে পৌঁছেছে। প্রজন্মের বন্ধুত্ব, উচ্চ পারস্পরিক আস্থা ও সংহতি চীন-কাজাখস্তান সম্পর্কের প্রধান সুর হয়ে উঠেছে।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn