বাংলা

‘সাংহাই সহযোগিতা সংস্থা+’ শীর্ষসম্মেলনে সি’র বক্তৃতা

CMGPublished: 2024-07-05 14:36:22
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ৫: প্রেসিডেন্ট সি চিন পিং, স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার) বিকেলে কাজাখস্তানের রাজধানী আস্তানায়, ‘শাংহাই সহযোগিতা সংস্থা+’ শীর্ষসম্মেলনে অংশগ্রহণ করেন এবং ‘শাংহাই সহযোগিতা সংস্থার ভালো পরিবার গড়ে তুলতে একসাথে কাজ করা’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেন।

ভাষণে প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, প্রথমবারের মতো, ‘শাংহাই সহযোগিতা সংস্থা+’ শীর্ষক শীর্ষসম্মেলন আয়োজন করা হয়েছে। ভালো বন্ধু ও নতুন অংশীদারদের নিয়ে আলোচনা করতে সবাই একত্রিত হয়েছে। এতে বোঝা যায় যে, এ সংস্থার ধারণা নতুন যুগের পরিস্থিতিতে খুবই জনপ্রিয় এবং সদস্যরাষ্ট্রগুলোরও সারা বিশ্বজুড়ে অনেক বন্ধু রয়েছে। তিনি বলেন,

“বিশ্ব এখন একটি পরিবর্তনশীল যুগে দাঁড়িয়ে আছে। মানবজাতির অগ্রগতির পাশাপাশি, অনিরাপত্তা, অস্থিতিশীলতা ও অনিশ্চয়তাও রয়েছে। আমাদের উচিত, ‘শাংহাই চেতনা’ মেনে চলা; এমন উন্নয়নপথ অনুসরণ করা, যা আমাদের নিজেদের জাতীয় পরিস্থিতি ও অঞ্চলের বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ; এবং যৌথভাবে শাংহাই সহযোগিতা সংস্থার জন্য একটি ভালো পরিবার গড়ে তোলা, যাতে সকল দেশের মানুষ শান্তিতে বাস করতে পারে, কাজ করতে পারে, এবং সুখী হতে পারে।”

সি চিন পিং তার বক্তৃতায় পাঁচ-দফা প্রস্তাবও তুলে ধরেন। এই পাঁচটি দফা হচ্ছে: প্রথমত, ঐক্য ও পারস্পরিক আস্থার অভিন্ন পরিবার গড়ে তুলতে হবে। ‘শাংহাই চেতনা’ শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচটি নীতির সাথে সঙ্গতিপূর্ণ। এটি এই সংস্থার সাধারণ মূল্যবোধ এবং সর্বদা অনুসরণযোগ্য। আমাদেরকে অবশ্যই একে অপরের উন্নয়নপথকে সম্মান করতে হবে, মূল স্বার্থ রক্ষায় একে অপরকে সমর্থন দিতে হবে, মতপার্থক্য দূর করতে হবে, ঐকমত্য গড়ে তুলতে হবে, এবং কৌশলগত যোগাযোগের মাধ্যমে পারস্পরিক আস্থা বাড়াতে হবে। চীন প্রস্তাব করছে যে, সদস্যদেশগুলো রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বিনিময় জোরদার করবে এবং উপযুক্ত সময়ে শাংহাই সহযোগিতা সংস্থার রাজনৈতিক পার্টি ফোরাম আয়োজন করবে;

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn