বাংলা

ঢাকা-বেইজিং সরাসরি ফ্লাইট ও প্রসঙ্গকথা

CMGPublished: 2024-07-04 14:16:14
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ৪: ১৫ জুলাই থেকে, চায়না সাউদার্ন এয়ারলাইন্স বেইজিং তাসিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত একটি নতুন সরাসরি ফ্লাইট চালু করবে। রুটে চলবে এয়ারবাস এ৩২১ বিমান। প্রতি সপ্তাহে দুটি ফ্লাইট থাকবে; সোমবার ও শনিবার। এর মধ্যে, বেইজিং থেকে ঢাকার ফ্লাইট নম্বর হবে ‘সি জেড ৮০০৯’, প্রস্থানের সময় হবে স্থানীয় সময় বিকেল ৫টা ২০ মিনিট, এবং ফ্লাইটের সময়কাল হবে প্রায় ৫ ঘন্টা ২০ মিনিট। আর, ঢাকা থেকে বেইজিংগামী ফ্লাইট নম্বর হবে ‘সি জেড ৮০১০’, যার প্রস্থানের সময় হবে স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিট, এবং ফ্লাইটের মোট সময়কাল প্রায় ৫ ঘন্টা ৫ মিনিট।

পয়লা জুলাই, বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ঢাকা-বেইজিং রুটের এক প্রচার অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল প্রশাসন, কেন্দ্রীয় ব্যাংক, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, অল-বাংলাদেশ ফেডারেশন অব ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স এবং অন্যান্য বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন অনুষ্ঠানে বলেন, চীন-বাংলাদেশ কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক অব্যাহতভাবে সামনে এগিয়ে চলেছে। দুই দেশের মধ্যে ঘন ঘন কর্মী বিনিময়, ফলপ্রসূ অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা, এবং সাংস্কৃতিক বিনিময় চলছে। চীন ও বাংলাদেশের রাজধানীদ্বয়ের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হলে, দু’দেশের মধ্যে বিমান চলাচলের নেটওয়ার্ক আরও উন্নত হবে, দু’দেশের মধ্যে কর্মীবিনিময় সহজতর হবে, দু’দেশের মধ্যে মানুষে-মানুষে বন্ধন আরও সুদৃঢ় হবে, এবং দু’দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও উন্নত হবে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn