বাংলা

ছিংহাই সফরে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিলেন সি চিন পিং

CMGPublished: 2024-06-21 15:12:24
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-এর ছিংহাই প্রদেশের কমিটির সম্পাদক ছেন কাং ও ছিংহাই প্রদেশের গভর্নর উ সিয়াও চুনের সঙ্গে জুন মাসের ১৮ (মঙ্গলবার) থেকে ১৯ তারিখ পর্যন্ত প্রদেশের রাজধানী সিনিং শহরের স্কুল এবং ধর্মীয় স্থানগুলো পরিদর্শন করে আন্তরিকভাবে খোঁজখবর নিয়েছেন প্রেসিডেন্ট সি চিন পিং।

১৮ জুন বিকেলে কুওলুও সিনিং জাতীয় মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন সি চিন পিং। এটি কুওলুও চাং জাতি স্বায়ত্তশাসিত প্রিফেকচারের সাথে অধিভুক্ত একটি বোর্ডিং স্কুল, যা শাংহাই মিউনিসিপ্যাল গভর্নমেন্টের অর্থায়নে নির্মিত হয়েছে। সি চিন পিং ছিংহাইয়ের শিক্ষাক্ষেত্রে শাংহাইসহ বিভিন্ন পূর্বাঞ্চলের সহায়তামূলক কাজকর্ম, বিদ্যালয় নির্মাণের পরিস্থিতি, শিক্ষার্থীদের রচনা, পাঠ্যক্রম, ব্যায়াম, ম্যান্ডারিন ভাষায় দক্ষতা ইত্যাদি বিষয়ে অবহিত হন। পাশাপাশি, তিনি ক্যান্টিন ও ডরমিটরি বিল্ডিংয়ে গিয়ে শিক্ষার্থীদের খাবার ও বাসভবনের অবস্থা পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের খাবারের নিরাপত্তা ও পুষ্টিমান নিশ্চিত করার জন্য ক্যান্টিন কর্মীদের নির্দেশ দেন।

তিনি আরও বলেন, শিক্ষাসহ নানা বিষয়ে পশ্চিম ও পূর্বাঞ্চলের সহযোগিতা এবং কাউন্টারপার্ট সমর্থন অসাধারণ সুফল বয়ে এনেছে। এ থেকে চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্ব ও চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্রের সুবিধা এবং কমিউনিস্ট চীনা জাতির মধ্যে এক পরিবারের আন্তরিকতা ও উষ্ণতা ফুটে উঠেছে। চীনা জাতির ঐক্যবদ্ধ সম্প্রদায়ের একটি দৃঢ় চেতনা গড়ে তোলার জন্য স্কুলকে আদর্শিক ও রাজনৈতিক পাঠ্যক্রমের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করা উচিত, এবং চীনা জাতির কমিউনিটির অনুভূতি ছোটবেলা থেকেই শিশুদের হৃদয়ে প্রোথিত করা উচিত।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn