বাংলা

ছিংহাই সফরে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিলেন সি চিন পিং

CMGPublished: 2024-06-21 15:12:24
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-এর ছিংহাই প্রদেশের কমিটির সম্পাদক ছেন কাং ও ছিংহাই প্রদেশের গভর্নর উ সিয়াও চুনের সঙ্গে জুন মাসের ১৮ (মঙ্গলবার) থেকে ১৯ তারিখ পর্যন্ত প্রদেশের রাজধানী সিনিং শহরের স্কুল এবং ধর্মীয় স্থানগুলো পরিদর্শন করে আন্তরিকভাবে খোঁজখবর নিয়েছেন প্রেসিডেন্ট সি চিন পিং।

১৮ জুন বিকেলে কুওলুও সিনিং জাতীয় মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন সি চিন পিং। এটি কুওলুও চাং জাতি স্বায়ত্তশাসিত প্রিফেকচারের সাথে অধিভুক্ত একটি বোর্ডিং স্কুল, যা শাংহাই মিউনিসিপ্যাল গভর্নমেন্টের অর্থায়নে নির্মিত হয়েছে। সি চিন পিং ছিংহাইয়ের শিক্ষাক্ষেত্রে শাংহাইসহ বিভিন্ন পূর্বাঞ্চলের সহায়তামূলক কাজকর্ম, বিদ্যালয় নির্মাণের পরিস্থিতি, শিক্ষার্থীদের রচনা, পাঠ্যক্রম, ব্যায়াম, ম্যান্ডারিন ভাষায় দক্ষতা ইত্যাদি বিষয়ে অবহিত হন। পাশাপাশি, তিনি ক্যান্টিন ও ডরমিটরি বিল্ডিংয়ে গিয়ে শিক্ষার্থীদের খাবার ও বাসভবনের অবস্থা পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের খাবারের নিরাপত্তা ও পুষ্টিমান নিশ্চিত করার জন্য ক্যান্টিন কর্মীদের নির্দেশ দেন।

তিনি আরও বলেন, শিক্ষাসহ নানা বিষয়ে পশ্চিম ও পূর্বাঞ্চলের সহযোগিতা এবং কাউন্টারপার্ট সমর্থন অসাধারণ সুফল বয়ে এনেছে। এ থেকে চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্ব ও চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্রের সুবিধা এবং কমিউনিস্ট চীনা জাতির মধ্যে এক পরিবারের আন্তরিকতা ও উষ্ণতা ফুটে উঠেছে। চীনা জাতির ঐক্যবদ্ধ সম্প্রদায়ের একটি দৃঢ় চেতনা গড়ে তোলার জন্য স্কুলকে আদর্শিক ও রাজনৈতিক পাঠ্যক্রমের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করা উচিত, এবং চীনা জাতির কমিউনিটির অনুভূতি ছোটবেলা থেকেই শিশুদের হৃদয়ে প্রোথিত করা উচিত।

এরপর হংচুয়ে মন্দিরে যান সি চিন পিং। তিনি আশা করেন যে, ছিংহাই তিব্বতি বৌদ্ধধর্ম সম্প্রদায় দেশ ও ধর্ম প্রেমের চমৎকার ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাবে এবং চীনা-শৈলীর আধুনিকায়নে সক্রিয় ভূমিকা পালন করবে।

পরিদর্শনের সময় সি চিন পিং চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-এর ছিংহাই প্রদেশের কমিটি ও ছিংহাই প্রদেশের সরকারের কাজকর্ম বিষয়ক প্রতিবেদন শোনেন। তিনি ছিংহাই প্রদেশের বিভিন্ন কাজের সাফল্যের প্রশংসা করেন।

সি বলেন, ছিংহাইয়ের প্রাকৃতিক নিরাপত্তা সুরক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। স্থানীয় বৈশিষ্ট্যমণ্ডিত ও সুবিধাজনক আধুনিক শিল্প ব্যবস্থা গড়ে তুলতে হবে। কার্যকরভাবে সম্পদের সুবিধাগুলো দিয়ে বিশ্ব স্তরের সল্টলেক শিল্প ঘাঁটি নির্মাণ করতে হবে। জাতীয় পরিষ্কার জ্বালানি সম্পদ শিল্প হাইল্যান্ড, প্রাকৃতিক পর্যটন গন্তব্য এবং সবুজ জৈব কৃষি ও প্রাণিসম্পদ পণ্য রপ্তানির স্থান নির্মাণ করতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা এবং উন্নয়ন ও অর্জনের রূপান্তর উভয়ই মেনে চলতে হবে। ব্যাপকভাবে নতুন প্রযুক্তি ব্যবহার করে স্থানীয় বৈশিষ্ট্য অনুসারে ঐতিহ্যবাহী শিল্পের রূপান্তর ও উন্নয়ন নিশ্চিত করতে হবে। কৌশলগত নতুন শিল্প উন্নয়ন এবং নতুন মানের উৎপাদিত শক্তি উন্মোচন করতে হবে। আরেক ধাপে সংস্কার জোরদার, বৈদেশিক উন্মুক্তকরণ বাড়ানো, ব্যবসায়িক পরিবেশ উন্নত, সক্রিয়ভাবে ইয়াংজি নদীর অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নের সাথে সংযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কৌশল বেগবান এবং সবুজ রেশমপথের নির্মাণ কাজের উন্নয়ন করতে হবে।

সি জোর দিয়ে বলেন, ছিংহাই-সিচাং মালভূমির প্রাকৃতিক অবস্থা বহুমুখী, তবে খুবই দুর্বল। প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা জোরদার ও পরিবেশগত কার্যক্রম বৃদ্ধি করা হলো এ অঞ্চলের প্রধান দায়িত্ব। অবশ্যই সবসময় পরিবেশগত অগ্রাধিকার ও সবুজ উন্নয়ন মেনে চলতে হবে। জাতীয় পার্ক কেন্দ্র করে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের ব্যবস্থা নির্মাণ করতে হবে। একটি সুশৃঙ্খল পদ্ধতিতে জ্বালানী সংরক্ষণ ও কার্বন হ্রাস ত্বরান্বিত করতে হবে। প্রাকৃতিক পরিবেশ বান্ধব শিল্প উন্নত করতে এবং নতুন জ্বালানী সম্পদ ব্যবস্থা গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, ছিংহাই হলো চীনের জাতিগত সংখ্যালঘু অধ্যুষিত একটি প্রদেশ। বিভিন্ন জাতিগোষ্ঠীর সর্বাত্মক যোগাযোগ এবং বিস্তৃত বিনিময় ও একীকরণকে দ্রুততর করতে হবে। সার্বিকভাবে নতুন যুগে সিপিসি’র ধর্মীয় কাজের ধারণা ও নীতিকে মেনে চলতে হবে। আইন অনুযায়ী ধর্মীয় কাজের পরিচালনা, বিশেষ করে ধর্মীয় স্থানের পরিচালনা জোরদার করতে হবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn