বাংলা

আন্তর্জাতিক শিশু দিবস ও চীন

CMGPublished: 2024-06-01 19:32:24
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীন একটি বহু জাতির দেশ এবং দেশে ৫৬টি জাতিগোষ্ঠী আছে। তাই কোন কোন সংখ্যালঘু জাতির নিজস্ব শিশু দিবস আছে। যেমন, ই জাতির বৈশিষ্ট্যময় শিশু দিবসকে বলা হয় ‘আইমেংক্য’ । তবে শিশু দিবসের কোন নির্দিষ্ট সময় নেই তাদের। প্রতিটি গ্রাম বসন্তের যে কোন একদিন শিশু দিবসের অনুষ্ঠান আয়োজন করে। কখনও তারা এক বছরে দু’বার শিশু দিবস পালন করে। এদিন শিশুরা নিজেদের প্রিয় পোশাক পরে। ছেলেরা একটি কাঠের ছুরি হাতে রাখে, আর মেয়েরা বাঁশের বর্ষা নিয়ে কাকতাড়ুয়াকে গ্রামের বাইরে তাড়িয়ে দেয়। এ অনুষ্ঠানের পরে শিশুরা বিশেষ এক খাবার খায় এবং দানব সরানো সফলভাবে উদযাপন করে।

এর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সময় শিশু দিবস উদযাপন করা হয়। যেমন, সিঙ্গাপুরের শিশু দিবস হল পয়লা অক্টোবর। মে মাসের ৫ তারিখ দক্ষিণ কোরিয়ার শিশু দিবস। এদিন দেশের মোবাইলফোন কোম্পানির প্রচারের দিন। ব্রিটেনের শিশু দিবস ১৪ জুলাই। এদিন স্কুলের আয়োজনে শিশুরা ও বাবা মায়েরা কুকি ও নানা হস্তশিল্প তৈরি করে। পরে নিলাম অনুষ্ঠানে খাবার ও হস্তশিল্প বিক্রি করে দরিদ্র অঞ্চলে অনুদান দেয়া হয়। ভারতে ১৪ নভেম্বর শিশু দিবস পালিত হয়। এদিন স্বধীনত ভারতের প্রথম প্রধানমন্ত্রীর জন্মদিন। জাপানে যথাক্রমে মেয়ে দিবস ও ছেলে দিবস পালিত হয়। ৩ মার্চ ও ৫ মে মেয়ে ও ছেলে দিবস।

তবে বিভিন্ন দেশে বিভিন্ন সময় শিশু দিবস পালন করা হলেও, সব শিশু দিবসের আহ্বান মূলত এক। তা হলো বিশ্বে শিশুদের জন্য বৈষম্যহীন ও উন্নতমানের বেড়ে ওঠার উপযোগী পরিবেশ গড়ে তোলা।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn