বাংলা

আন্তর্জাতিক শিশু দিবস ও চীন

CMGPublished: 2024-06-01 19:32:24
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

পয়লা জুন আন্তর্জাতিক শিশু দিবস। আন্তর্জাতিক শিশু দিবস শুরু হয় ১৯৪৯ সালে। তবে তার আগেও চীনে শিশু দিবস পালন করা হতো। এ দিবসে চীনের স্কুলসহ নানা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়। আজকের অনুষ্ঠানে আমরা চীনের শিশু দিবস এবং তার ঐতিহ্য এবং বিশ্বের নানা দেশের শিশু দিবসের কিছু তথ্য জানাচ্ছি।

এটি আন্তর্জাতিক শিশু দিবস হলেও বিশ্বের সব দেশ এদিনকে শিশু দিবস হিসেবে পালন করে না। বর্তমানে চীনে পয়লা জুন এ দিবস পালন করে। এ দিবসে চীনে নানা রকম আয়োজন করা হয়। স্কুলগুলোতে বিশেষ প্রতিযোগিতা ও মজার খেলা আয়োজন করা হয়। বিভিন্ন প্রদেশে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশুরা তাদের নৈপুণ্য প্রদর্শন করে। মেলা, প্রদর্শনী, ছবি আঁকা, পর্যটন স্থান ও থিম পার্কে শিশুদের প্রবেশ ফ্রি এমন অনেক আয়োজন করা হয় চীন জুড়ে।

১৯৪৯ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক গণতান্ত্রিক মহিলা ফেডারেশনের মস্কোয় অনুষ্ঠিত এক সম্মেলনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত শিশুদের স্মরণ, শিশু নির্যাতন রোধ এবং শিশুর জীবিকা, স্বাস্থ্য ও শিক্ষার অধিকার রক্ষায় প্রতি বছর ১লা জুন আন্তর্জাতিক শিশু দিবস হিসেবে পালন করার প্রস্তাব উত্থাপন করা হয়। তবে তার আগেও চীনে শিশু দিবস ছিল। চীনের ঐতিহ্যিক পঞ্জিকা অনুযায়ী, প্রথম মাসের সপ্তম দিন, তৃতীয় মাসের তৃতীয় দিন,তুয়ানউ উত্সব, মধ্য-শরত্ উত্সব এবং বসন্ত উত্সবও শিশুদের দিবস বটে। চীনা জাতি সভ্যতা ও নিয়ম-নীতির ওপর বেশ গুরুত্ব দেয়। তবে উল্লেখিত ওই দিবসগুলোতে শিশুরা অবাধে এবং ইচ্ছাকৃতভাবে খেলতে পারে বলে প্রাচীনকালে এ ৫টি দিনকে শিশুদের দিবস বলে বিবেচনা করা হতো।

১৯৩১ সাল থেকে চীন ৪ঠা এপ্রিলকে শিশু দিবস হিসেবে পালন শুরু করে। সে সময় চীনে চলছিল জাপান-বিরোধী যুদ্ধ। কোন কোন জায়গায় চীনা শিশুরাও এ প্রতিরোধে যোগ দেয়। ৪ঠা এপ্রিল প্রতিষ্ঠিত হয় জাপান-বিরোধী শিশু গ্রুপ এবং ওই দিনটিকে শিশু দিবস হিসেবে নির্ধারণ করা হয়। পরে আন্তর্জাতিক শিশু দিবসের সঙ্গে মিল রেখে এর তারিখ পয়লা জুনে পরিবর্তন করা হয়। তবে আজকাল চীনের হংকং ও তাইওয়ান অঞ্চলে ৪ঠা এপ্রিলও শিশু দিবস পালিত হয়।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn