বাংলা

সংবাদ পর্যালোচনা ২০তম সাংস্কৃতিক মেলা ও উন্নয়নের চালিকাশক্তি

CMGPublished: 2024-05-29 14:28:52
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এবারের সাংস্কৃতিক মেলায় প্রথমবারের মতো আন্তর্জাতিক সাংস্কৃতিক বাণিজ্য প্রদর্শনী-এলাকা স্থাপন করা হয়, যাতে আন্তর্জাতিক ‘বন্ধু বৃত্ত’ আরও সম্প্রসারণ করা যায়। আন্তর্জাতিক প্রদর্শনী অঞ্চলটির আয়তন গতবারের ৩০০০ বর্গমিটার থেকে বেড়ে দাঁড়ায় ২০ হাজার বর্গমিটারে। অনলাইন ও অফলাইনের মাধ্যমে অংশগ্রহণকারী দেশ ও অঞ্চলের সংখ্যা গতবারের ৫০টি থেকে বেড়ে দাঁড়ায় ৬০টিতে। ৩০২টি বিদেশী শিল্পপ্রতিষ্ঠান এতে অংশ নেয় এবং ৩০ সহস্রাধিক বিদেশী দর্শক অনলাইন ও অফলাইনে মেলা উপভোগ করে।

ব্যাপক আন্তর্জাতিক সহযোগিতাও চালানো হয়েছে এবারের সাংস্কৃতিক মেলায়। পেরু, তুর্কিয়ে, কিউবা, পাকিস্তান, লাওস ও গ্রিসসহ ১৮টি দেশের দূতাবাস ও কনস্যুলেট প্রদর্শনীতে অংশ নেয়। ব্রিটিশ এডিনবার্গের মেয়রের নেতৃত্বে ৯টি শিল্পপ্রতিষ্ঠানের একটি প্রতিনিধিদল এবারের সাংস্কৃতিক মেলায় অংশ নেয়। জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট বই মেলা প্রথমবারের মতো বৈশিষ্ট্যসম্পন্ন বিভিন্ন গ্রন্থ নিয়ে এবারের সাংস্কৃতিক মেলায় অংশ নেয়।

এবারের সাংস্কৃতিক মেলায় ট্রেডিং ফাংশন জোরদার করা এবং একটি বহু-মাত্রিক বাণিজ্যিক প্ল্যাটফর্ম তৈরির দিকে মনোনিবেশ করা হয়। এতে সমর্থনকারী ব্যবসায়িক ক্রিয়াকলাপের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এর সাহায্যে সাংস্কৃতিক পণ্যগুলো বুথ থেকে বাজারে যেতে পারছে।

এবারের সাংস্কৃতিক মেলা ছিল কোনো কোনো ক্ষেত্রে ‘প্রথম প্রদর্শনী’, ‘প্রথম শো’ এবং ‘প্রথম প্রবর্তন’। মেলা চলাকালে শুধু নবত্যাপ্রবর্তন প্রকল্প এবং নতুন পণ্যের প্রেস ব্রিফিংয়ের সংখ্যা ছিল ১১৭টি। এটি দেশী-বিদেশী নতুন পণ্য ও নতুন প্রকল্পের জন্য ‘প্রথম শো’ প্ল্যাটফর্ম সরবরাহ করে। এবারের সাংস্কৃতিক মেলার সাংগঠনিক কমিটির কার্যালয়ের স্থায়ী উপ-মহাপরিচালক লি ছিয়াং ছিয়াং বলেন, বিদেশী বাজারে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সংযুক্ত করতে সহায়তা করেছে এবারের সাংস্কৃতিক মেলা। এর লক্ষ্য ছিল, আরও বেশি আন্তর্জাতিক সাংস্কৃতিক বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn