বাংলা

সংবাদ পর্যালোচনা ২০তম সাংস্কৃতিক মেলা ও উন্নয়নের চালিকাশক্তি

CMGPublished: 2024-05-29 14:28:52
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মে ২৯: গত ২৭ মে চীনের ২০তম আন্তর্জাতিক সাংস্কৃতিক শিল্প মেলা (সংক্ষেপে সাংস্কৃতিক মেলা) শেষ হলো। চলতি বছরের সাংস্কৃতিক মেলা অফলাইন ও অনলাইনের মাধ্যমে আয়োজিত হয়। এবারের মেলায় বুথের সংখ্যা ছিল আগের যে-কোনো সময়ের চেয়ে বেশি। মেলাকে সার্বিকভাবে আন্তর্জাতিক, বাজারধর্মী, বিশেষ, ও ডিজিটালাইজ করার মাধ্যমে, একটি প্রভাবশালী সাংস্কৃতিক পণ্যবাণিজ্য প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার যথাসাধ্য চেষ্টা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এবারের সংস্কৃতিক মেলায় ৬০১৫টি সরকারি সংস্থা, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ও শিল্পপ্রতিষ্ঠান অফলাইন ও অনলাইনের মাধ্যমে অংশগ্রহণ করে। এর মধ্যে মেলায় ৩০৭৬টি শিল্পপ্রতিষ্ঠানের নিজস্ব বুথ ছিল। গোটা চীনের ৩১টি প্রদেশ, স্বায়ত্তশাসিত অঞ্চল, এবং হংকং, ম্যাকাও ও তাইওয়ান অঞ্চল, টানা ১৫ বারের মতো মেলায় যোগ দেয়। ৬০টি দেশ ও অঞ্চলের ৩০২টি বিদেশী ব্যবসা-প্রতিষ্ঠান অনলাইন ও অফলাইনের মাধ্যমে মেলায় অংশগ্রহণ করে। এতে ১ লাখ ২০ হাজারের বেশি সাংস্কৃতিক পণ্য এবং ৪ সহস্রাধিক সাংস্কৃতিক শিল্প সরাসরি প্রদর্শিত ও লেনদেন হয়।

এবারের সাংস্কৃতিক মেলায় চীনের ৩০টি জাতীয় সাংস্কৃতিক শক্তিশালী শিল্পপ্রতিষ্ঠান আকৃষ্ট হয়। পাশাপাশি, দেশী-বিদেশী ২২০টি শীর্ষ সাংস্কৃতিক শিল্পপ্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করে। নতুন ডিজিটাল প্রযুক্তির প্রয়োগকে হাইলাইট করা, জাতীয় সাংস্কৃতিক ডিজিটালাইজেশন কৌশল বাস্তবায়ন, এবং বিজ্ঞান ও প্রযুক্তি দিয়ে সাংস্কৃতিক শিল্পকে ক্ষমতায়নের শক্তি দেখানোর জন্য, ‘ফিল্ম, টেলিভিশন, প্রকাশনা, কপিরাইট, গেম ই-স্পোর্টস’ শীর্ষক একটি প্রদর্শনীও হয় মেলা চলাকালে। ডিজিটাল সাংস্কৃতিক শিল্প ও অন্যান্য শিল্পের গভীর সংহতকরণকে এগিয়ে নিতে, প্রথমবারের মতো ‘আর্ট, ডিজাইন, জাতীয় জোয়ার’ এবং ‘সাংস্কৃতিক পর্যটন সংহতকরণ ও সাংস্কৃতিক কেনাকাটা’সহ বিভিন্ন থিম প্রদর্শনী-এলাকা স্থাপন করা হয় এবারের মেলায়, যাতে আর্ট ডিজাইনের ডিজিটালাইজেশনকে এগিয়ে নেওয়া যায়।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn